Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের পতন হলে দেশে গুম-খুন বন্ধ হবে: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২২, ৮:২৬ পিএম

শেখ হাসিনা সরকারের পতন হলে দেশে গুম-খুন বন্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এই শেখ হাসিনা সরকারের পতন হলে দেশে গণতন্ত্র, আইনের শাসন ভোটাধিকার ফিরবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে, তারেক রহমান দেশে ফিরে মানুষের সেবা করতে পারবেন। শেখ হাসিনা সরকারের পতন হলে গুম, খুনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ হবে, পুলিশের বাড়াবাড়ি কমে যাবে।

সোমবার বিকেলে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের জোন-৮’র উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি; ভোলায় নুর আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন প্রধান, মুন্সীগঞ্জে শহীদুল ইসলাম শাওন, যশোরে আব্দুল আলিম নিহত হওয়াসহ সারাদেশে পুলিশি হামলার প্রতিবাদে এ সমাবেশ হয়। আজকের সমাবেশের মধ্যদিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির ১৬ টি সমাবেশ শেষ হলো।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সারাদেশে বিএনপির নেতাদের তালিকা করার সার্কুলার দিয়েছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পুলিশের যে অফিসার এই তালিকা করছেন, তাকে এই অধিকার কে দিয়েছে? এই অনাধিকার চর্চার অধিকার তাকে কে দিল? সংবিধানের কোথায় লেখা আছে সভা সমাবেশ করা যাবে না? শেখ হাসিনাকে বলব, পুলিশকে জনগণের মুখোমুখি করবেন না। যে পুলিশ বিএনপির নেতাকর্মীদের সভাসমাবেশে লাঠি আনতে বারণ করেছে, সেই পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের লাঠি কিভাবে বন্ধ করবেন?

সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা প্রসঙ্গ টেনে সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, স্বাধীন দেশের নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়; কিন্তু সীমান্তে আমার দেশের মানুষকে হত্যা করা হয় তখন?

তিনি বলেন, এই সরকার ভোটাধিকার হরণকারী সরকার, এই সরকার মূদ্রাপাচারকারী সরকার, এই সরকার নারী পাচারকারী সরকার। এই আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। আমরা যে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন করছি, এই আন্দোলন শুধুমাত্র বিএনপির আন্দোলন নয়; এই আন্দোলন দেশের সব মানুষের আন্দোলন। এই সরকারকে বিদায় নিতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হতে হবে।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর শরাফত আলী সপু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গয়েশ্বর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ