মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বব্যাপী খাদ্য সমস্যার সমাধানে অংশ নিতে এবং বিশেষ করে দরিদ্র দেশগুলোকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। রোববার দেশটির ‘কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্প শ্রমিক দিবস’ উপলক্ষে এক ভিডিও ভাষণে এ কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেন, ‘রুশ অর্থনীতির প্রধানতম খাত হলো কৃষি। বর্তমানে এই খাত শক্তিশালী ও নির্ভরযোগ্যতা অর্জন করেছে।চলতি বছর যার ফলে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। কিছুকাল আগেও এই মাত্রা অর্জন খুবই কঠিন মনে করা হতো। কিন্তু, বর্তমানে নিজ দেশের নিত্যপণ্যের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি সম্ভাবনাও বাড়ছে রাশিয়ার, তাই আমরা বিশেষ করে দরিদ্র দেশগুলোকে সহায়তা দেব।’
তিনি বলেন, ‘খাদ্য নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় রাশিয়া অবদান রাখতে প্রস্তুত। এর আওতায় দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে’।
পুতিন স্বীকার করেন যে, পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার কারণে ব্যাপক প্রতিকূলতার মুখে পড়েছে তার দেশের কৃষিখাত। তবে এসকল বাধা সরকারি সহায়তার মাধ্যমে সমাধান করা হবে বলেও জানান তিনি। সূত্র : তাস, সিটিজিএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।