Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিমিয়ার ব্রিজে বিস্ফোরণের পর ইউক্রেনে উত্তেজনা-আতঙ্ক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:৫০ পিএম

ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ইউক্রেনজুড়ে উত্তেজনা আর আতঙ্ক দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেন আজ সকালে কার্যত উত্তেজনায় ফেটে পড়ছে।

রোববার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলছে, ক্ষতিগ্রস্ত ক্রিমিয়ান সেতুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে; এটিকে ইতোমধ্যেই গত এপ্রিলে রাশিয়ান যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার ঘটনার সাথে তুলনা করা হচ্ছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে দেওয়া এক বার্তায় বলেছে, ‘গাইডেড মিসাইল ক্রুজার মস্কভা এবং কের্চ ব্রিজ - ইউক্রেনীয় ক্রিমিয়াতে রাশিয়ান শক্তির দুটি কুখ্যাত প্রতীক - ধ্বংস হয়ে গেছে। লাইনে এর পরে কি আছে, রাস্কিস?’

এদিকে ইউক্রেনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা আনন্দের সাথে এই ঘটনাটি উদযাপন করতে মিম তৈরি করছে। এছাড়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ‘মনোব্যাংক’ বলেছে, গাড়িবোমা হামলার পর ভেঙে পড়া এই সেতুর বৈশিষ্ট্যযুক্ত নতুন একটি ডেবিট কার্ড ইতোমধ্যেই ডিজাইন করেছে তারা।

বিবিসি বলছে, ইউক্রেনজুড়ে উত্তেজনার অনুভূতি স্পষ্ট। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধক্ষেত্র থেকে বেশিরভাগ সময়ই সুসংবাদ পেয়েছে ইউক্রেন। এর মধ্যে গত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো পাল্টা হামলার মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীর পুনরুদ্ধারের ঘটনাও রয়েছে। আর এর মধ্যেই জ্বলন্ত এই সেতুর ছবি ইউক্রেনীয় সেনাদের মনোবল বিশাল বৃদ্ধি করবে এটি ধরেই নেওয়া যায়।

সেতুতে হামলার এই ঘটনাটি কিভাবে করা হয়েছিল? ইউক্রেনের বিশেষ বাহিনীর অভিযান থেকে শুরু করে ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা, এমনকি আত্মঘাতী বোমা হামলা পর্যন্ত যে কোনো তত্ত্বই এখন ইউক্রেনজুড়ে ঘুরপাক খাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ