Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঘ-বাঘিনীর নতুন সংসার

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে আসা বাঘ-বাঘিনীর নতুন সংসার শুরু হলো চট্টগ্রাম চিড়িয়াখানায়। গতকাল (শুক্রবার) তারা চট্টগ্রাম এসে পৌঁছে। তেত্রিশ লাখ টাকায় কেনা জোড়া বেঙ্গল টাইগারকে বরণ করে নেন চিড়িয়াখানার কর্মকর্তারা। চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, বাঘটির বয়স ১১ মাস, আর বাঘিনীর ৯।
আফ্রিকা থেকে আসা এই দুই বাঘের মধ্য দিয়ে চার বছর পর চিড়িয়াখানায় বাঘের ‘অভাব’ পূরণ হল বলে মন্তব্য করেন তিনি। সকালে চট্টগ্রামে আনার পর বাঘ-বাঘিনীকে ছোট একটি খাঁচায় রাখা হয়। সেখানে তাদের বেশ ক্লান্ত দেখা যায়। দুপুরে চিড়িয়াখানা পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরেফীন বাঘ দুটোকে বড় খাঁচায় তোলেন।
চুক্তি অনুযায়ী বাঘ-বাঘিনী আগামী ১৫ দিন ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে থাকবে, পরে তাদের কাছ থেকে নিয়ে চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
জেলা প্রশাসক জানান, বেঙ্গল টাইগার প্রজাতির বাঘ ও বাঘিনী চিড়িয়াখানার পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার পর সিংহ-সিংহীর মত তাদেরও বিয়ের আয়োজন করা হবে।
চিড়িয়াখানার পশু-পাখির সঙ্গে বাঘ যুক্ত হওয়ায় দর্শক সমাগম আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাঘ আসায় দর্শনার্থীদের কাছে চট্টগ্রাম চিড়িয়াখানার আকর্ষণ বাড়াবে বলে মনে করেন চিড়িয়াখানা পরিচালনা পরিষদের সচিব ও সীতাকুÐ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন। তিনি বলেন, দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পেলেও বাঘ পাননি এতোদিন। ক্ষুদে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ থাকে বাঘের প্রতি। এখন দর্শক সমাগম বাড়বে বলে আমাদের ধারণা।
২০১২ সালের ৩০ অক্টোবর সর্বশেষ বাঘ পূর্ণিমা ক্যান্সারে মারা গেলে ‘শ্রীহীন’ হয়ে পড়ে চট্টগ্রাম চিড়িয়াখানা। তার আগে ২০০৭ সালের ১১ জুলাই ১০ বছর বয়সী ‘চন্দ্র’ ও ২০০৬ সালের ৩ নভেম্বর ২৩ বছর বয়সী ‘ভীম’ মারা যায়।
চিড়িয়াখানার আকর্ষণ বাড়াতে কয়েক দফা ঢাকা চিড়িয়াখানা ও ডুলাহাজরা সাফারি পার্কে চিঠি চালাচালি করেও সাড়া না পেয়ে নিজস্ব অর্থায়নে দেশের বাইরে থেকে বাঘ সংগ্রহের উদ্যোগ নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এরপর গত ১৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে এক জোড়া বাঘ আনতে ফ্যালকন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ৩৩ লাখ টাকার চুক্তি হয়। ফ্যালকন ট্রেডার্সের কর্ণধার সোহেল আহমেদ জানান, প্রিটোরিয়ার ক্যাপটিভ ব্রিডিং প্রতিষ্ঠান ‘মাফুয়ানে গেইম রিসোর্ট’ থেকে বাঘ দুটি সংগ্রহ করা হয়।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে প্রিটোরিয়া বিমান বন্দর থেকে রওনা হয়ে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছায় বাঘ দুটো। সেখান থেকে সড়ক পথে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংসার

২৮ ফেব্রুয়ারি, ২০২২
১০ ডিসেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ