Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌসুমীর অডিও বার্তায় সংসার ভাঙার ইঙ্গিত!

জায়েদ অনেক ভাল ছেলে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১২:০২ এএম

এ যেন আগুনে হঠাৎ করে পানি ঢেলে দেয়া। শিল্পী সমিতিতে ওমর সানি জায়েদ খান কর্তৃক তার সংসার ভাঙ্গার অভিযোগ এবং রক্ষার আবেদন জানানোর চব্বিশ ঘন্টা পার না হতেই মৌসুমী হাটে হাড়ি ভেঙ্গে দিলেন। জায়েদ খানের সাথে তার স্নেহসুলভ এবং খুবই ভালো সম্পর্ক বলে এক অডিও বার্তা দিলেন তিনি। ৩ মিনিট ৪৩ সেকেন্ডের এই অডিও বার্তায় মৌসুমী জায়েদ ও ওমর সানির মধ্যকার দ্বন্দ্ব নিয়ে কথা বলেছেন। পাশাপাশি তার কথায় এমন ইঙ্গিতও পাওয়া গেছে, তাদের সংসারে কিছুটা হলেও চির ধরেছে। কারণ, অডিও’র এক জায়গায় ওমর সানিকে তিনি অনেকটা পরের মতো ‘ভাই’ বলে সম্বোধন করেছেন। অডিও বার্তায় ওমর সানি ও জায়েদ খানের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে মৌসুমী স্পষ্ট করেই বলেন, ওমর সানির অভিযোগ মিথ্যা। আমি মনে করি, আমার প্রসঙ্গটা তাদের ঘটনায় টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি, ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপরও বলবো ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি। মৌসুমী বলেন, কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে, এই জিনিসটা। জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল। তিনি বলেন, আমি মনে করি, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন, সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি। সাংবাদিকদের উদ্দেশে মৌসুমী আরও বলেন, আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলে, কথা না বলেই প্রকাশ করেন। এটা আসলে ঠিক না। এটা আসলে আলোচনা করা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, তাই বিষয়টি আমার সঙ্গে আলোচনা করে নিতেন, তাহলে হয়তো প্রসঙ্গটা লিখতেনই না। তিনি (সানী) আসলে এক তরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কিনা, আমি অভিযোগ করেছি কিনা, জানাটা খুব বেশি জরুরি ছিল। মৌসুমীর এই অডিও বার্তা থেকে স্পষ্ট হয়, ওমর সানি যে বিষয় নিয়ে দৌড়ঝাপ করছেন, তার কোনো ভিত্তি নেই। তার সংসার অন্তত জায়েদ খান ভাঙছে না, এটা পরিস্কার হওয়া গেছে। এটাও বোঝা গেছে, তাদের সংসার ভালো যাচ্ছে না। যথেষ্ট গোলমাল চলছে। সুতোর মধ্যে ঝুলছে। মৌসুমীর কথা অনুযায়ী, এ সমস্যার সমাধান নিজেদের মধ্যেই আলাপ-আলোচনা করে করা উচিৎ। বাইরে দৌড়ে লাভ নেই।



 

Show all comments
  • Yeasin Ahmed ১৪ জুন, ২০২২, ৬:৫১ এএম says : 0
    যে স্ত্রী স্বামীকে ছোট করে অন্য পুরুষকে বড় করে সে আর যাই হোক ভালো মানুষ না
    Total Reply(0) Reply
  • Md Shahadat Hossain ১৪ জুন, ২০২২, ৬:৫২ এএম says : 0
    মৌসুমীর চেহারায় মিথিলার স্পষ্ট ছাপ দেখতে পাচ্ছি। বাকিটা হয়তো জায়েদ খান বলবে.!
    Total Reply(0) Reply
  • Asif Miha ১৪ জুন, ২০২২, ৬:৫৪ এএম says : 0
    স্বামী কেনো আসামি?এ নিয়ে যৌথ প্রযোজনায় ঈদের পর আন্দোলন করবো
    Total Reply(0) Reply
  • Khan Salauddin ১৪ জুন, ২০২২, ৬:৫৪ এএম says : 0
    মৌসুমী ওমর সানিকে ‘ভাই’ ডাকছে। আমার ভয় হয়; ওমর সানির যে বুদ্ধি, তিনি মৌসুমীকে ‘মা’ ডেকে প্রতিশোধ নিতে পারেন!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌসুমীর অডিও বার্তায় সংসার ভাঙার ইঙ্গিত!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ