Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসার ভেঙে গেল তানিয়া-টুটুলের

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

অভিনেত্রী তানিয়া আহমেদ এবং সঙ্গীতশিল্পী এস আই টুটুলের সংসার ভেঙ্গে গেছে। বিষয়টি এতদিন গোপন থাকলেও এস আই টুটুল যখন নতুন বিয়ে করেছেন, তখন তা প্রকাশ হয়ে পড়েছে। সম্প্রতি বিয়ে করেছেন এস আই টুটুল। তার স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। তিনি নিউইয়র্ক প্রবাসী। টুটুলে ঘনিষ্ট সূত্রে জানা যায় ২০২২ সালে তিনে দ্বিতীয় বিবাহ করেন। সোনিয়ারও এটা দ্বিতীয় বিয়ে। নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। চাকরির পাশাপাশি উপস্থাপিকা ও মিডিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন। এস আই টুটুল ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এক্সট্রা অরডিনারি কোটায় গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে তিনি শারমিনা সিরাজকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। টুটুলকে বিয়ে প্রসঙ্গে সোনিয়া বলেন, আমি ১২ বছর ধরে সিঙ্গল। টুটুলের সঙ্গে পরিচয় মূলত আরটিভির একটি রিয়েলিটিতে কাজ করতে গিয়ে। আমি নিজেও জীবন সঙ্গী খুঁজছিলাম। তাই টুটুল যখন বললো, আমার সাথে বাকি জীবন থাকতে পারবে? তখন আমি তুমি থেকে আমরা হওয়া। মুসলিম রীতিতে আমাদের আকদ হয়েছে। শিঘ্রই বন্ধু-বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংসার ভেঙে গেল তানিয়া-টুটুলের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ