Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙার চেষ্টার অভিযোগ ওমর সানীর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১২:০২ এএম

চিত্রনায়ক জায়েদ খানের সাথে দ্বন্দ্বের জের ধরে শিল্পী সমিতিতে অভিযোগ দায়ের করেছেন চিত্রনায়ক ওমর সানি। জায়েদ খানের বিরুদ্ধে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ৩২ বছর যাবত চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস যাবত আমার স্ত্রী আরিফা পরভীন মৌসুমীকে নানা হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছে। এই ব্যাপারে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বার বার বুঝানোর চেষ্টা করেছি। তার প্রমাণ আমার এবং আমার ছেলের কাছেও আছে। তাছাড়া মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু উক্ত বিষয়ের কোন সমাধান হয়নি। অভিযোগ পত্রে সানী উল্লেখ করেছেন, ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং হঠাৎ করে তার পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি মনে করি, এমন একজন পিস্তলধারী সন্ত্রাসী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে পারে না। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সমিতিতে অভিযোগ জমা দিয়ে ওমর সানী বলেন, ইলিয়াস কাঞ্চন, আলমগীর, ডিপজল ভাইসহ সিনিয়র অনেকেই এখনো বেঁচে আছেন। তারা অভিযোগ সুন্দরভাবে মূল্যায়ন করবেন সেটাই কামনা করি। সুন্দরভাবে যেন বাকি জীবনটা বেঁচে থাকতে পারি সেই দোয়া করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙার চেষ্টার অভিযোগ ওমর সানীর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ