Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে জনসমুদ্রে রূপ নেবে ১২ অক্টোবরের জনসভা

বিএনপির প্রস্তুতি সভা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগামী ১২ অক্টোবরের জনসভা জনসমুদ্রে রূপ নেবে। চট্টগ্রাম বিভাগীয় এই সমাবেশ হবে জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষার সমাবেশ। এই সরকার দীর্ঘ এক যুগের অধিক সময় জনগণের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই। আইনের শাসন বলতে কিছুই নেই। সরকার জনগণে সকল অধিকারকে কেড়ে নিয়েছে। তিনি গতকাল শুক্রবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আহবায়ক কমিটির প্রস্তুতিসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় মহাসমাবেশ সফল করতে পাঁচটি উপ কমিটি গঠন করা হয়। মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, এই সমাবেশ ঐতিহাসিক সমাবেশে পরিণত করতে হবে। প্রতিটি ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে সমাবেশে যোগ দেওয়ার জন্য প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাড. আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, এসকে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, হাজী মো. আলী, মাহবুব আলম, এড মুফিজুল হক ভূঁইয়া, নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, এসএম আবুল ফয়েজ, আশরাফ চৌধুরী, আরইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, মন্জুর আলম মন্জু, আনোয়ার হোসেন লিপু, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ