Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনপ্রিয় তামিল অভিনেতা রাজেন্দ্রনের আত্মহত্যা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১০:২৬ এএম
জনপ্রিয় তামিল টেলিভিশন অভিনেতা লোকেশ রাজেন্দ্রন আত্মহত্যা করেছেন। স্ত্রী এবং দুই সন্তানকে রেখে অকালে না-ফেরার দেশে চলে গেলেন এই অভিনেতা। তার বয়স হয়েছিলো মাত্র ৩৪ বছর। লোকেশ রাজেন্দ্রনের মৃত্যু তদন্তে পুলিশ আরপিসির ১৭৪ ধারায় মামলা লিপিবদ্ধ করেছে। অভিনেতার মৃত্যু তদন্তকারী পুলিশ বলছেন, লোকেশ রাজেন্দ্রন পারিবারিক সমস্যার কারণে অ্যালকোহলে আসক্ত ছিলেন এবং একাধিক জায়গায় তাকে মদ্যপ অবস্থায় দেখা যেত। এমনকি চেন্নাই মফস্বল বাস টার্মিনাসেও (সিএমবিটি) একাধিকবার শুয়ে থাকতে দেখা গেছে তাকে। প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার চেন্নাইয়ের একটি বাস টার্মিনাসে তাকে দেখা গিয়েছিল। সেই সময়ে তাকে শারীরিক অস্বস্তিতে ভুগতে দেখা যায়। তাদের মধ্যেই কয়েকজন একটি অ্যাম্বুল্যান্সে করে পুলিশকে খবর দেয়। এরপর তাকে সরকারি কিলপাউক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মঙ্গলবার রাতে তিনি মারা যান। এদিকে অভিনেতার বাবা বলছেন, ‘এক মাস আগে, আমি জানতে পারি লোকেশ এবং তার স্ত্রীর মধ্যে কিছু ভুল-বোঝাবুঝি হয়েছে। চার দিন আগে তার স্ত্রীর তাকে ডিভোর্সের আইনি নোটিশ পাঠায়। তারপর থেকেই সে বিষণ্নতায় ভুগছিল। আমি তাকে শেষ দেখেছি শুক্রবার, যখন সে আমার কাছ থেকে কিছু টাকা নিতে এসেছিল। সে আমাদের বলেছিল, সে সম্পাদক হিসেবে কাজ শুরু করবে, তাই টাকার দরকার।’ বিজয়কান্ত, প্রভু তামিল ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় শীর্ষতম অভিনেতা ছিলেন। মারমাদেসাম বা বিদাধু কারুপ্পু শোতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন লোকেশ রাজেন্দ্রন। তিনি ১৫০টিরও বেশি সিরিয়াল এবং ১৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ