Inqilab Logo

শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

নভেম্বরে হইচইতে আসছে অমিতাভের ‘বোধ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১০:৫৭ এএম

আয়নাবাজিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত নতুন সিরিজ ‘বোধ’ আসতে যাচ্ছে ওটিটি প্লাটফর্ম হইচইতে। শনিবার (১ অক্টোবর) ছিল অমিতাভ রেজার জন্মদিন। এই বিশেষ দিনেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি জানিয়েছেন তার নতুন ওয়েব সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মুক্তির তারিখ ঘোষণার রিল পোস্ট করে অমিতাভ লিখেছেন, ‘জন্মদিনে জানায়ে দিলাম মুক্তির দিনের কথা’।

জানা গেছে, একজন অবসরপ্রাপ্ত বিচারকের গল্প নিয়ে গড়ে উঠেছে সিরিজের গল্প। বিচারকের চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।

এদিকে সম্প্রতি হইচই প্রকাশ করছেন তাদের সিজন সিক্স এর কনটেন্টের নাম। অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে প্রকাশ করা সেই ঘোষণায় দেখা গেছে ‘বোধ’ সিরিজের কিছু দৃশ্য। সেখানে আফজাল হোসেনের কণ্ঠে শোনা যায়, ‘বিচারকের চোখে দেখা দুনিয়াটা কেমন’। তিনি আরও বলেন, ‘এই অন্ধকার ও আলোর দুনিয়ার মাঝে তৈরি হয় বোধ।’

উল্লেখ্য, হইচইতে অমিতাভের এটি দ্বিতীয় কাজ। এর আগে বাংলাদেশ থেকে হইচইতে প্রথম কাজ ‘ঢাকা মেট্রো’ নির্মাণ করেছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়েব সিরিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ