প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ওটিটি প্লাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজনে অভিনয় করছেন ঢাকার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এরই মধ্যে ওয়েব সিরিজটির শুটিং হয়েছে। চলছে মুক্তির অপেক্ষা। তার আগে প্রযোজনা সংস্থা এসভিএফ প্রকাশ করল ‘মন্টু পাইলট’র দ্বিতীয় সিজনে মিথিলার ফার্স্টলুক। সম্প্রতি ওটিটি প্লাটফর্ম হইচই প্রকাশ করেছে অভিনেত্রীর কয়েকটি পোস্টার। সেখানেই দেখা গেল বহ্নিরূপী মিথিলাকে। ছবির ক্যাপশনে লেখা, ‘নতুন মুখ। নতুন পরিচয়। নীলকুঠির দরজায়।’
জনপ্রিয় ওয়েব সিরিজটিতে কাজ করতে পেরে শুরু থেকেই উচ্ছ্বসিত মিথিলা বলেছেন, ‘‘এটি ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় কিস্তি। তবে কেউ যদি প্রথম সিজন না দেখেন, তাহলেও উপভোগ করতে পারবেন। কাহিনি বুঝতে কোনো সমস্যা হবে না। এতে নীলকুঠির বাইরের একটি সাধারণ মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। কিন্তু ঘটনাক্রমে আমি নীলকুঠিতে পৌঁছে যাই। কীভাবে নীলকুঠিতে গেলাম? মন্টু কীভাবে ফিরে এলো? বিবিজানের জীবনে কী হলো- এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে নতুন পর্বে। অনেক টুইস্ট আছে এতে।’’
মূলত, মন্টুকে নিয়ে গড়ে উঠেছে ‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজের গল্প। ছোটবেলায় মন্টুর পাইলট হওয়ার স্বপ্ন ছিল। তার মা তাকে নীলকুঠির রেডলাইট এলাকা থেকে বের করে আনার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। পরে তার পরিণতি হয় ভয়াবহ। নারী পাচারকারী চক্রে জড়িয়ে পড়ে মন্টু। একটা সময় আবেগ-অনুভূতি ও প্রেমহীন মন্টুর জীবন বদলে যায়, ভ্রমরের সঙ্গে দেখা হওয়ার পর থেকে। এভাবেই এগোয় প্রথম সিজনের গল্প। নতুন সিজনে কোন দিকে এগোয় গল্প- তা জানা যাবে খুব শিগগিরই।
বরাবরের মতো ‘মন্টু পাইলট’- এ নাম ভূমিকায় আছেন সৌরভ দাস। ‘মন্টু পাইলট’-এ ভ্রমর চরিত্রে প্রথম সিজনে অভিনয় করেছিলেন শোলাঙ্কি। এবার তার স্থলাভিষিক্ত হলেন মিথিলা। যদিও মিথিলা এটাকে স্থলাভিষিক্ত বলতে নারাজ। তার দাবি, ‘শোলাঙ্কির জায়গায় মিথিলা- বিষয়টি মোটেই এ রকম নয়। আমার জন্য সম্পূর্ণ নতুন চরিত্র তৈরি করেছেন দেবালয়। নতুন সিজনের গল্পও অন্যরকম। এসব আগাম বলে মজা নষ্ট করতে চাই না।’
জানা গেছে, আগামী এপ্রিল অথবা মে মাসে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইতে মন্টু পাইলটের দ্বিতীয় সিজনের মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।