Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

টিভি-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটক ও ওয়েব সিরিজ মনিটরিংয়ের রুল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

টিভি-ইউটিউবসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া নাটক, শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ প্রচারের ক্ষেত্রে মনিটরিংয়ের জন্য কেন সেন্সর বোর্ড গঠন করতে নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব প্রচারে কেন একটি সেন্সর বোর্ড বা নিয়ন্ত্রক সংস্থা গঠন করার নির্দেশ দেওয়া হবে না তা জানতেও রুল জারি করেছেন আদালত। গত রবিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, নাটক ঘটনা সত্য’র প্রযোজক এবং পরিচালকসহ সংশ্লিষ্টদের এসব রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুসরাত জাহান, মো. তারিকুল ইসলাম (তারেক) ও মোশাররফ হোসেন মনির। এর আগে গত ৪ নভেম্বর এ রিট দায়ের করেন পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্টের চেয়ারম্যান। রিট আবেদনে বলা হয়েছে, স¤প্রচার নীতিমালা-২০১৪ এর ৬ষ্ঠ অধ্যায় অনুযায়ী, একটি স¤প্রচার কমিশন গঠন করার বিষয়টি উল্লেখ আছে। কিন্তু এ কমিশনটি এখন পর্যন্ত গঠন হয়নি। গত কোরবানির ঈদের সময় ‘ঘটনা সত্য’ নামে একটি নাটক প্রচারিত হয়েছিলো। ওই নাটকে একটি সংলাপ এসেছে, যা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। এটা প্রতিবন্ধী শিশুদের জন্য খুবই আপত্তিকর মন্তব্য ছিল। তাই এসব বিষয় মনিটরিং ও স¤প্রচার কমিশন চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়েব সিরিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ