Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কে হবেন আসর সেরা?

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আক্ষেপটা করতেই পারেন তামীম। আর মাত্র ১০টি রান করতে পারলে ছাড়িয়ে যেতেন বিপিএল ওয়ান এ বরিশাল বার্নার্সের পাকিস্তান টপ অর্ডার আহমেদ শেহজাদকে (৪৮৬ রান)। বিপিএলের এক আসরে রেকর্ড ৬টি ফিফটিতে এক আসরে ৫শ’ পূর্ণ করার সুযোগও যে হাতছাড়া করেছেন তামীম (৪৭৮ রান)। চিটাগাং ভাইকিংসে ব্যাটিংয়ে নেতৃত্ব দেয়া তামীম যেখানে অফসোস নিয়ে থেমেছেন, সেখানে আর এক টিমমেট আফগান স্পিন অল রাউন্ডার মোহাম্মদ নবী আছেন আসর সেরা ক্রিকেটার মনোনয়ের লড়াইয়ে। তিন তিনবার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারে ভুষিত হওয়া এই আফগান ২৩০ রানের পাশে পেয়েছেন ১৯ উইকেট। খুলনা টাইটান্সকে একাই কোয়ালিফাইয়ার পর্যন্ত টেনে নেয়া অধিনায়ক মাহামুদুল্লা ৩৯৬ রানের পাশে ১০ উইকেট শিকারে আছেন আসর সেরার বিবেচনায়।
লড়াইয়ে আছেন তিন তিনবার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারে ভুষিত হওয়া ইংলিশ অল রাউন্ডার রাজশাহী কিংসের সামিট প্যাটেল (২৭১ রানও ১০ উইকেট)। আছেন দলটির অধিনায়ক ড্যারেন স্যামীও (২৭০ রানও ৫ উইকেট)। বিপিএলের প্রথম ২ আসরের মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার সাকিবকেও রাখতে হচ্ছে বিবেচনায় (২১৪ রান এবং ১১ উইকেট)। ঢাকা ডায়নামাইটসের ক্যারিবিয়ান পেস অল রাউন্ডার ডুয়াইন ব্রাভোকেও (৯১ রানও ২০ উইকেট) তালিকায় রাখতে হচ্ছে বিবেচনায়। শেষ চারজনের মধ্যে ফাইনালে পারফর্ম করবেন যিনি, সেরা’র পুরস্কারে ভুষিত হওয়ার সম্ভাবনা থাকবে তারই। তামীমের (৪৭৬ রান) পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই আসরে ৪শ’ রানের সদস্যপদ পেতে পেতে পাননি মাহামুদুল্লাহÑমাত্র ৪ রানের জন্য ফসকে গেছেন। তবে ৪শ’ রানের হাতছানি দিচ্ছে দুই ফাইনালিস্টের ২ ব্যাটসম্যানের। রাজশাহী কিংসের সাব্বিরের দরকার যেখানে ৪৯ রান, সেখানে ঢাকা ডায়নামাইটস ওপেনার মেহেদী মারুফের প্রয়োজন ৬১ রান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেরা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ