নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : প্রথম ৫ ম্যাচে জয় মাত্র ১টি। এমন একটি দল কিভাবে প্লে অফে, কিভাবেইবা এলিমিনেটর, কোয়ালিফাইয়ারের বাধা টপকে উঠে গেল ফাইনালে! গল্পও হার মানাবে। শেষ ওভারে ৬ রানের হিসেব মেলানে পারেনি, মাহামুদুল্লাহ’র শেষ ওভার থ্রিলারে ৩ উইকেটে হার দিয়ে শুরু করা দলটি ক্লোজ ম্যাচে একটার পর একটা হেরে যাওয়ায় নিয়েছে শিক্ষা। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে সেই শুরু, সেখান থেকেই অন্য এক রাজশাহী কিংস আবির্ভূত। লীগ পর্বের শেষ ম্যাচে গেইল, তামীম, নবীর দল চিটাগাং ভাইকিংসকে হারিয়ে যেনো অফুরন্ত প্রাণশক্তি ফিরে পেয়েছে আসরের মিডিওকার দল রাজশাহী কিংস। এলিমিনেটরেও সেই চিটাগাং তাদের শিকার, কোয়ালিফাইয়ারে খুলনা টাইটান্সকে করেছে দলটি বিধ্বস্ত।
দলটির মূলশক্তি অধিনায়ক ড্যারেন স্যামী। ভুলে যাওয়া ক্যালিপসো সুর ফিরে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ২০১২ টি-২০ বিশ্বকাপ জিতে, তা ড্যারেন স্যামীরই নেতৃত্বে। ক্রিকেট মাঠে গ্যাং নাম ড্যান্সের প্রবর্তক ড্যারেন স্যামী ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়ে হাসিয়েছে ২০১৬ টি-২০ বিশ্বকাপও জিতিয়ে। টিমমেটদের চাঙ্গা রাখতে চাই একজন মোটিভেটর, চাই আনন্দমুখর অধিনায়কÑড্যারেন স্যামীকে পেয়েই রাজশাহী কিংস চাঙ্গা। মিরাজকে ডেকে বলেছেন ‘তুমিই আমাদের রাজা, ১৭ বছরের ছেলে আফিফের ধ্রæবতারা হয়ে জ্বলে ওঠার নেপথ্যেও স্যামী। গ্যাং নাম ড্যান্সে মাতানো স্যামীর অদ্ভুত উদ্ভাবন অদৃশ্য ক্যামেরায় সেলফি উৎসব!
প্লে অফে উঠে বলেছিলেন,আপাতত: লক্ষ্য হয়েছে পূরন, এখন একটার পর একটা হার্ডল পেরিয়ে যেতে চান ফাইনালে। মালিকপক্ষকে নাকি দিয়েছিলেন কথা, ক্রিকেটারদের মনোযোগ ক্রিকেটে রাখার তত্ত¡টা দিয়েছে কাজে, সেটাই মনে করছেন স্যামীÑ রাজশাহী কিংস হলো একটা পরিবার। এখানে আমার পর ছেলেদের দেখেই আমি বলেছি যে আমরা ভালো কিছু করব। মালিকপক্ষকে বলেছি যে আমরা একটি মিশন নিয়ে এগোব। আমরা ঠিক করেছিলাম, কোনো কিছুই আমাদের মনোযোগ অন্যদিকে সরাতে পারবে না।’
অনাকাঙ্খিত এক ঘটনায় অর্থদÐে দÐিত হয়েছেন সাব্বির, বিপিএলে তার সম্মানীর ৩০ শতাংশ (১৩ লাখ ৩৩ হাজার টাকা) হয়েছে কর্তন। এই ঘটনায় মুষড়ে পড়ে টানা ৩ ইনিংস কি যাচ্ছে-তাই ভাবেই না খেলেছেন সাব্বির। সেই সাব্বিরকে ফর্মে ফিরিয়ে এনেছেন স্যামী কোয়ালিফাইয়ারে।Ñ ‘সাব্বির গত কিছুদিন ধরে সবাইকে হতাশ করে আসছিল। যেভাবে আউট হচ্ছিল, তা ছিল দৃষ্টিকটু। বুধবার যেভাবে ব্যাটিং করেছে। এটা ফাইনালের আগে ওকে দারুণ আত্মবিশ্বাসী করে তুলবে। আমি ওকে ব্যাটিংয়ের ধরণ বদলাতে বলিনি। আমি শুধু বলেছি। তোমাকে দায়িত্ব নিতে হবে এবং তুমি চাইলেই তা পারবে। বাইরের ঘটনাকে মাঠের ভিতরে টেনে না আনতে। মাঠে নেমে মাথা ঠাÐা করলেই আবার পুরনো রূপেই ফিরতে পারবে।’’
ঢাকা ডায়নামাইটস আগের ২ দেখায় হেরেছে সামিট প্যাটেলের পারফরমেন্সে। ফাইনালেও সেই ইংলিশ ডান হাতি ব্যাটসম্যান কাম বাঁ হাতি স্পিনার সামিট প্যাটেলের দিকেই আছেন তাকিয়ে তিনিÑ ‘আশা করছি আবারও সে (প্যাটেল) এমন একটা অবদান রাখবে। আগামীকাল (আজ) হয়তো সে ঐতিহাসিক দিন।’
জানেন এখনো নাকি সেরাটাই খেলেনি রাজশাহী কিংস। ট্রফি জিতে শের-ই-বাংলা স্টেডিয়াম আতশবাজির প্রজ্জ্বলনের সঙ্গে অদৃশ্য ক্যামেরায় সেলফি উৎসবে ভাসতে ফাইনালে সেরাটাই খেলতে চান স্যামীÑ ‘আশা করছি এটা অনেক প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচ হবে। আমি জানি অধিকাংশ দর্শক ঢাকার সমর্থন করবে তবে তার মাঝেও কিছু কিংসের দর্শক থাকবে। তারা আমাদের জন্য চিৎকার করবে। আশা করছি আমরা বিজয়ী হিসেবেই বের হব। আর এটা করার জন্য ভালো ফিল্ডিং করতে হবে, ভালো বোলিং করতে হবে এবং অবশ্যই ভালো ব্যাটিং করতে হবে। আমি টিমমেটদের বলেছি আমরা এখনও আমাদের সেরা ক্রিকেটটা খেলিনি। আমাদের একটা ম্যাচ আছে। হয়তো ফাইনালেই আমরা আমাদের সেরাটা দেওয়ার জন্য অপেক্ষা করছি।
যেভাবে ফাইনালে
রাজশাহী কিংস
প্রতিপক্ষ ফল
খুলনা ৩ রানে হার
ঢাকা ৬ উইকেটে জয়
বরিশাল ৪ রানে হার
চিটাগাং ১৯ রানে হার
কুমিল্লা ৩২ রানে হার
ঢাকা ৩ উইকেটে জয়
রংপুর ১২ রানে জয়
খুলনা ৯ রানে জয়
রংপুর ৪৯ রানে জয়
কুমিল্লা ৮ উইকেটে হার
বরিশাল ১৭ রানে হার
চিটাগাং ৬ উইকেটে জয়
চিটাগাং ৩ উইকেটে জয়
খুলনা ৭ উইকেটে জয়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।