Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে পল্টনের সড়কে ছাত্রদলের সমাবেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:০৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সমাবেশ করছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ শুরু হয়। সমাবেশের জন্য নয়াপল্টন ভিআইপি সড়কের একপাশে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। আগত নেতাকর্মীদের বসার জন্য সড়কে বিছানো হয় কার্পেট।

যান চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়েছে। এর আগে দুপুর ২টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সমাবেশে অংশ নিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পল্টনের আশপাশের গলিতে অবস্থান নেন। ৩টার পর থেকে তারা ব্যানারসহ ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এসময় ছাত্রদল নেতারা হামলাকারীদের শাস্তির পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

এদিকে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে সর্তক অবস্থান রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশ স্থল এবং আশপাশের বিভিন্ন গলিতে তারা অবস্থান নিয়েছেন। এছাড়া সমাবেশস্থলে রাখা হয়েছে জল-কামান ও প্রিজন ভ্যান। ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় প্রতিবাদী ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখার কথা। এদিকে সমাবেশে আসা ছাত্রদলের নেতাকর্মীদের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে নির্দেশ দিয়েছেন সাইফ মাহমুদ জুয়েল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ