Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

টাঙ্গাইলে হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে সংবর্ধনা

হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৯ পিএম

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশে^র ১১১টি দেশের মধ্যে হাফেজ সালেহ আহমাদ তাকরীম তৃতীয় স্থান অর্জন করায় সংবর্ধনা দিয়েছে স্থানীয় প্রশাসন। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে হাফেজ সালেহ আহমাদ তাকরীম কোরআন তেলওয়াত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি।
নাগরপুর উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বরেন্য অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী, হাফেজ সালেহ আহমাদ তাকরীমের পিতা আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইসলামিক ফাইন্ডেশন ও নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক সংগঠন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এরআগে হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ উপজেলা পরিষদে ভীড় জমায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবর্ধনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ