Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব আনবে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৪ এএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং যাপোরিযিয়া অঞ্চলে গণভোট অনুষ্ঠানের কঠোর সমালোচনা করে আমেরিকা বলেছে, খুব শিগগিরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব উত্থাপন করা হবে। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড অনানুষ্ঠানিকভাবে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা ঘোষণা করেন। তিনি জানান, আলবেনিয়ার সঙ্গে যৌথভাবে এই প্রস্তাব উত্থাপন করা হবে এবং তাতে ইউক্রেনের বর্তমান অবস্থানের ব্যাপারে আন্তর্জাতিক স¤প্রদায়কে যেকোনো ধরনের পরিবর্তন মেনে না নেয়ার আহŸান জানানো হবে। পাশাপাশি ইউক্রেন থেকে রাশিয়াকে সেনা প্রত্যাহারে বাধ্য করা হবে। সম্ভাব্য এই প্রস্তাবের বিরুদ্ধে রাশিয়া ভেটো দেবে। কেননা, রাশিয়া নিজে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। রাশিয়া ভেটো দিলে আমেরিকা এ বিষয়ে কি করবে- এমন প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, তারা বিষয়টি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে যাবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আমেরিকা ইউক্রেনে অনুষ্ঠিত এই গণভোটকে কখনো স্বীকৃতি দেবে না। আমেরিকা রাশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত এই গণভোটকে ভুয়া বলেও অভিহিত করেছে। এরইমধ্যে গণভোটের ফলাফল প্রকাশ হয়েছে এবং ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সাথে যুক্ত হওয়ার পক্ষে মত দিয়েছে। সিএনএন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ