Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় শিশুসহ অন্তত ৯ জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪১ পিএম | আপডেট : ৫:৫৮ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২২

রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কো থেকে ৬০০ মাইল পূর্বে রাশিয়ার শহর ইজেভস্কে সোমবার একটি স্কুলে গোলাগুলিতে শিশুসহ অন্তত নয়জন নিহত ও ২০ জন আহত হয়েছে।

একজন বন্দুকধারী 88 নম্বর স্কুলে প্রবেশ করে, যেটি প্রথম থেকে ১১ম শ্রেণীতে পড়ানো হত। তার গুলিতে দুই নিরাপত্তারক্ষী, দুই শিক্ষক এবং অন্তত পাঁচজন নাবালকের মৃত্যু হয়। ফেডারেল তদন্তকারীরা জানিয়েছে, আততায়ী নিজেও আত্মহত্যা করেছে। তদন্ত কমিটির মতে, রাশিয়ার শীর্ষ ফেডারেল তদন্তকারী কর্তৃপক্ষ, আক্রমণকারী ‘নাৎসি প্রতীকযুক্ত পোশাক এবং একটি বালাক্লাভা (সৈন্যদের দ্বারা ব্যবহৃত এক ধরনের ঘাড়পর্যন্ত-ঢাকা টুপি) পরেছিল’ এবং তার কোনো পরিচয়পত্র ছিল না। ‘তার পরিচয় বর্তমানে বের করার চেষ্টা করা হচ্ছে,’ তদন্তকারীরা বলেছেন।

ইজেভস্কের জনসংখ্যা ৬ লাখ ৩০ হাজার। এটি উদমুর্ট প্রজাতন্ত্রের আঞ্চলিক রাজধানী। সেখানকার আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ তিন দিনের শোক ঘোষণা করেছেন। কী কারণে এই হামলা স্পষ্ট হয়নি। এই ঘটনার সঙ্গে সঙ্গে স্কুলটি খালি করে দেয়া হয়।

গত তিন বছরে, রাশিয়ায় কমপক্ষে ১৩টি গণ গুলির ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০২১ সালের মে মাসে কাজানে একটি স্কুলে গুলি চালানোর ফলে নয়জন নিহত এবং ২৩ জন আহত হয়েছিল। সূত্র: নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ