Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় একতরফা নির্বাচনের পাঁয়তারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ২:৪২ পিএম

তুঘলকি কাণ্ডকীর্তি চলছে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায়। ‌ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে করায়ত্ব রাখতে রাখতে উঠেপড়ে লেগেছে একটি চক্র। হালে ভোটার তালিকা সংশোধন ও সংযোজন না করেই নির্বাচনের তোড়জোর চালাচ্ছে মহলটি। এদের এ অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসক বরাবরে একাধিক আবেদন করা হয়েছে।

এতিমখানাটির সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে নতুন ভোটার তালিকা ও সংশোধন-সংযোজন করে নির্বাচনী তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষণার আবেদনে বলা হয়েছে, আজীবন সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে নতুন সদস্য করা হয়েছে । এই পর্যন্ত হালনাগাদ ভোটার তালিকায় অধিকাংশ আজীবন সদস্য ও সাধারণ সদস্যদের নোটিশ পাঠানো হয়নি। অথচ এটি নির্বাচনের অন্যতম শর্ত। হালনাগাদকৃত তথ্য নিয়ে আরো নানান জালিয়াতি হয়েছে । এ সবের বিহিত না করে যেনতেন নির্বাচনের পাঁতারা করছে চক্রটি। আজীবন সদস্য ও সাধারণ সদস্যদের এড়িয়ে বা অন্ধকারে রেখে এগোচ্ছে তারা। প্রশাসক বরাবরে দুই আজীবন সদস্য শেখ ইদ্রিস উদ্দিন চঞ্চল এবং এম এম এ বাশারের লেখা আবেদনেও এ সংক্রান্ত অভিযোগের সত্যতা মেলে। সদস্য অন্তর্ভুক্তি নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। কেউ মুখ খুলছেন, অভিযোগ করছেন। আবার কেউ মানসম্মানের প্রশ্নে চুপ থাকছেন। তত্ত্বাবধায়কের মাধ্যমে প্রশাসক বরাবরে সদস্য প্রার্থী শেখ মোঃ আফরোজ আলমের লেখা অভিযোগটি এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। এতিমখানার আজীবন সদস্য অন্তর্ভুক্তির আবেদন করে বঞ্চিত হয়েছেন তিনি।

আফরোজ আলম জানান, স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার আজীবন সদস্য হতে এক শত টাকা ফি দিয়ে ফরম কিনে তা পুরন করে এতিমখানার সাবেক ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মাহমুদুল এহসানের কাছে জমা দেন। অন্যান্যদের আজীবন ও সাধারণ সদস্য করা হলেও তাকে করা হয়নি । এর কোনো লিখিত বা মৌখিক ব্যাখ্যা তিনি পাননি। তাকে কিছু অবহিত না করে ফরমটি বাতিল করে দেয়া হয়। এতিমদের কল্যাণে কাজ করতে গিয়ে এভাবে বঞ্চিত হওয়ার বিহিত চান শেখ আফরোজ আলম । অথচ রিক্সা ড্রাইভার, বাসের হেলপার, কাপড় সেলাইকারী, জুতার দোকানের কর্মচারী সদস্যদের সাবলেট ভাড়াটিয়া ধরনের ভুয়া সদস্যে ভরপুর করে দেয়া হয়েছে এতিমখানা কমিটি। ঢাকা দক্ষিণ সিটির ২৬ নম্বর ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিকের অভিযোগেও রয়েছে এ ধরনের তথ্য।

এ অবস্থায় সমাজসেবা অধিদপ্তরকে লিখিতভাবে এতিমখানার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন বাতিলের অনুরোধ করেছেন তিনি। কাউন্সিলর মানিক জানান, গঠনতন্ত্র মোতাবেক সাধারণ সভার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কথা উল্লেখ থাকলেও তা মানা হয়নি। তাছাড়া গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন কমিশন গঠনের পর সমাজসেবা অধিদপ্তরকে অবহিতকরণের কথা থাকলেও তা করা হয়নি। তাছাড়া গঠনতন্ত্র অনুযায়ি কার্যনির্বাহী পরিষদ গঠনে সভাপতি পদে নবাব সলিমুল্লাহ বাহাদুরের জীবিত বংশধরদের জন্য উক্ত পদ সংরক্ষণের কথা উল্লেখ থাকলেও জীবিত বংশধরদেরকে না জানিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে । সাধারণ সদস্যদেরও অবহিতকরণের বিধি মানা হয়নি। এমনকি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার গঠনতন্ত্র মোতাবেক আজীবন সদস্য অন্তর্ভুক্তি করা হয়নি। তাছাড়া আজীবন সদস্য হতে অনেক সদস্য আবেদন করলেও তাদের আবেদন কোন ধরনের ত্রুটি না থাকা সত্ত্বেও বাতিল করা হয়েছে। এসব আবেদনকারী পরবর্তীতে আজীবন সদস্যপদ পেতে নির্বাচনী তফসিল মোতাবেক গত ৭ -৮ সেপ্টেম্বর কমিশন বরাবর আপিল করলেও কমিশন তা খারিজ করে দেয়। উপরন্তু, যাদের আজীবন ও সাধারণ সদস্য করা হয়েছে তাদের মধ্যে অনেকেরই সাক্ষর জালিয়াতি করা হয়েছে। ১৯০৯ সালে নবাব স্যার সলিমুল্লাহ কর্তৃক মানবকল্যাণে প্রতিষ্ঠিত আজিমপুরের এ এতিমখানাটি নিয়ে এ ধরনের নোংরামির অবসান চান সচেতনরা। বলা বাহুল্য এটি স্রেফ এতিমখানা নয়। স্কুল, মসজিদ, মাদ্রাসা, ক্লাব, পাঠাগার, চিকিৎসাসহ মানবিক নানা সেবা পরিচালিত হয় এর তত্বাবধানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ