বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে বায়তুশ শরফের পীর বাহরুল উলুম আল্লামা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন বলেছেন, নবী করিম (সা:) অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামের ভুল ব্যাখ্যা করে যে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে এর সাথে ইসলামের বিন্দুমাত্র সম্পর্ক নেই। ইহুদি খ্রিষ্টানদের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে কিছু যুবক ভুল পথে পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাদের ইসলামের মহান শিক্ষা ও আদর্শে ফিরিয়ে আনতে হবে।
গতকাল (বুধবার) বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে ৪ দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান উল্লাহ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বায়তুশ শরফ মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান ও লায়ন রফিক আহমদ।
মাসিক দ্বীন-দুনিয়ার সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহর সঞ্চালনায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম সেলিম, দৈনিক ইত্তেফাকের শামীম হামিদ, দৈনিক নয়া দিগন্তের চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ নুরুল মোস্তফা কাজী। পীর সাহেবের লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মাওলানা আবুল হায়াত মো: তারেক।
উপস্থিত ছিলেন মাসিক দ্বীন-দুনিয়ার প্রধান সম্পাদক মাওলানা এ কে মাহমুদুল হক, বায়তুশ শরফ আন্জুমানে ইত্তেহাদের সাধারণ সম্পাদক লুৎফুল করিম, আলহাজ মীর আনোয়ার আহমদ, মাওলানা মামুনুর রশীদ নূরী প্রমুখ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আগামী শনিবার হিফজুল কোরআন, রচনা প্রতিযোগিতা, চল্লিশ হাদিস মুখস্থ বলা ও পাখ-পাখালির আসর। রোববার কেরাত, হামদ-নাত, ছড়া ও আবৃত্তি প্রতিযোগিতা এবং শানে মোস্তফা (সা:)-এর ওপর নিবেদিত কবিতা, গজল ও নাতের আসর। সোমবার আজান, কেরাত প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা।
জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যে চারজন বিশিষ্ট গুণী ব্যক্তিকে সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদান করা হবে তারা হলেনÑ দ্বীনি শিক্ষা বিস্তারে ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, দায়িত্বশীল, সৎ কর্মকর্তা হিসেবে সাবেক সচিব আ ফ ম সোলায়মান চৌধুরী, চিকিৎসা ও সমাজসেবায় এম এম সিরাজুল ইসলাম এবং মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য ডা: মোহাম্মদ জামাল হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।