নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচ কোনো জয় নেই, শেষ পাঁচ ম্যাচে জয় মাত্র একটি। কিন্তু ইউরোপ সেরার লড়াইয়ে ফিরতেই আবার সেই পরিচিত ছন্দে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ রেকর্ড ৯৯৩টি পাস ছিল বার্সার এদিনের খেলায়। আক্রমণভাগের প্রধান দুই তারকার অনুপস্থিতিও এই কাজে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। লিওনেল মেসি তো ছিলেনই, তবে পরশু রাতে গ্রæপ পর্বের শেষ ম্যাচে বরুশিয়া মশেনগøাডবাখকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া ম্যাচে হ্যাটট্রিক করে সব আলো কেড়ে নেন দলের তুর্কিশ মিডফিল্ডার আর্দা তুরান।
চোট তো আছেই, তবে এই ম্যাচে নিষেধাজ্ঞা ছিল নেইমারের ওপর। ‘এমএসএন’-এর আরেক তারকা লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে ও গোলরক্ষক আন্ড্রে টার স্টেগেনসহ বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন কোচ লুইস এনরিকে। তাতে ক্যাম্প ন্যুতে তাদের খেলায় ছন্দপতন ঘটেনি। মাঝমাঠের প্রাণভোমরা হয়ে ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। তুরানের তিনটি গোলই আসে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে তার পাস থেকে করা মেসির দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে ছিল কাতালানরা। ৫ ম্যাচে এটি ছিল আর্জেন্টাইন তারকার দশম গোল। আর একটি গোল করলেই এক মৌসুমে গ্রæপ পর্বে করা ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসাতে পারতেন ফুটবল জাদুকর। কে জানে, চোটের কারণে এক ম্যাচ বসে না থাকলে হয়তো করেও ফেলতেন। তবে মেসি না পারলেও তার দল অবশ্য নাম লিখিয়েছে ছোট্ট এক রেকর্ডে বইয়ে। গ্রæপ পর্বে প্রতিপক্ষকে মোট ২০ গোল উপহার দেয়ার রেকর্ড। এই রেকর্ড অবশ্য রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের নামের পাশেও আছে। তবে একমাত্র দল হিসেবে বার্সেলোনা এ নিয়ে দুইবার গড়ল এই কীর্তি।
চিরপ্রতিদ্ব›দ্বীকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও পেয়েছিলেন মেসি। কিন্তু ম’গøাডবাখের গোলরক্ষক মেসির বিপক্ষে এদিন ছিলেন সেরা ফর্মে। তবে অপ্রতিরোধ্য ছিল আর্দা তুরান। দ্বিতীয়ার্ধে ১৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তুরান। ৫০তম মিনিটে পোস্টের খুব কাছ থেকে হেডারের মাধ্যমে করেন নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল। তিন মিনিট বাদে অ্যালেক্স ভিদালের বাড়ানো বল নিখুঁতভাবে জালে পাঠান তিনি। ৬৭তম মিনিটে পাচো আলকাসেরের বাড়ানো বল থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবেক অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা। সাড়ে আট বছর পর এক ম্যাচে তিন গোলের দেখা পেলেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার। তবে হ্যাট্রিক নয়, দলের জয়ই তার কাছে মুখ্য। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা সবাই দলের জন্য খেলি, তাই জিততে পেরে আমরা খুশি। কে গোল করল এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আমরা শুধুমাত্র মৌসুমের শেষ দিন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সাথে যুক্ত থাকতে চাই, এবং অন্যান্য শিরোপার সাথে এটাও জিততে চাই।’
পরের রাউন্ড নিশ্চিত ছিল আগেই। এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রæপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোল নিশ্চিত করল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত হওয়ায় ইউরোপা লিগে খেলবে ম’গøাডবাখ। ‘সি’ গ্রæপ থেকে ৯ পয়েন্ট নিয়ে শেষ ষোলতে বার্সার সঙ্গী ম্যানচেস্টার সিটি। সেল্টিকের বিপক্ষে ঘরের মাঠে এদিন ম্যাচের চতুর্থ মিনিটে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। ঠিক চার মিনিট বাদে দলকে সমতায় ফেরান ইহেনাচো। আর কোনো দলই পরে গোলমুখ আবিষ্কার করতে পারেনি।
আরেক নিয়ম রক্ষার ম্যাচে অ্যাটলেটিকোকে ১-০ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে মাদ্রিদ থেকে একই ব্যবধানের হেরে ফিরতে হয়েছিল কার্লো আনচেলত্তির দলকে। প্রথমার্ধে করা রবার্ট লেভান্দোভস্কির গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। ফলে গ্রæপ পর্বের সব ম্যাচ জয়ের রেকর্ড গড়া হল না ডিয়েগো সিমিওনের দলের।
‘এ’ গ্রæপে বাসেলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রæপ সেরা হয়েছে আর্সেনাল। পরের রাউন্ডে তাদের সঙ্গী পিএসজি। ঘরের মাঠে এদিন ফরাসি চ্যাম্পিয়নরা শেষ সময়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ২-২ গোলে ড্র করে লুদোগোরেতসের সঙ্গে। আর্সেন ওয়েঙ্গারের দলের হয়ে হ্যাটট্রিক করেন সাবেক দিপোর্তিভোর স্প্যানিশ ফরোয়ার্ড লুকাস পেরেজ।
ওদিকে লিসবন থেকে বহু হিসাব নিকাশের ম্যাচটি জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে নাপোলি। স্বাগতিক বেনফিকাকে ২-১ গোলে হারায় ইতালিয়ান ক্লাবটি। তবে হেরেও পরের রাউন্ডে নাপোলির সঙ্গী বেনফিকা। বাসিকতাসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে পর্তুগালের ক্লাবটির এই সুযোগ করে দিয়েছে ইউক্রেনিয়ান ক্লাব ডায়নামো কিয়েভ। ম্যাচের অধিকাংশ সময় অবশ্য ৯ জন খেলোয়াড়কে নিয়ে লড়তে হয়েছে বাসিকতাসকে।
আজ মুখোমুখি
বার্সেলোনা ৪-০ ম’গøাডবাখ
বাসেল ১-৪ আর্সেনাল
পিএসজি ২-২ লুদোগোরেতস
বেনফিকা ১-২ নাপোলি
ডায়নামো কিয়েভ ৬-০ বাসিকতাস
ম্যান সিটি ১-১ সেল্টিক
বায়ার্ন ১-০ অ্যাটলেটিকো
পিএসভি ০-০ রস্তভ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।