মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগ গত (মঙ্গলবার) সন্ধ্যায় প্রকাশিত এক রিপোর্টে জানায়, ওই অঞ্চলে বন্যার কারণে সৃষ্ট মশাবাহিত রোগ- ডেঙ্গুজ্বরে ২৭জন মারা গেছে। বন্যার কারণে মশার উপদ্রব বেড়েছে।
বলা হয়, সিন্ধু প্রদেশে ১৯ সেপ্টেম্বর ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৩৫৩জন রোগী পাওয়া যায়। প্রদেশটিতে চলতি বছর মোট ৬১৬৩জন ডেংগু রোগীর খবর পাওয়া গেছে। যার মধ্যে সেপ্টেম্বর মাসেই ৩৫৯৪জন আক্রান্ত হয়।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো অগাস্ট মাসের শেষে জানায়, জুন মাস থেকে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বিভিন্ন দুর্যোগে পাকিস্তানে ৩ কোটি ৩০ লাখ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০৬১জন মারা গেছে এবং ১৫৭৫জন আহত হয়েছে।
সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার জানায়, ১ জুলাই থেকে পাকিস্তানে বন্যার কারণে বিভিন্ন রোগে সিন্ধু প্রদেশের ৩১৮জন মারা গেছে। সূত্র: নিউজ ইন্টারন্যাশনাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।