বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬জন। আজ শনিবার বিকেল পর্যন্ত এসব রোগী সনাক্ত করা হয় বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় হোসেন আহমেদ নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন,হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আক্রান্তরা হচ্ছেন, সদর উপজেলার চরমনসা এলাকার ইটভাটার শ্রমিক হোসেন আহমদ(৩৯),পৌরসভার বাঞ্চানগর এলাকার মনির আহমদের ছেলে স্কুল শিক্ষার্থী ফাহিম হোসেন,লাহারকান্দির মাহাবুবুর রহমান,পশ্চিম-লক্ষ্ণীপুরের মাহফুজুর রহমান এবং একই উপজেলার বাসিন্দা রোকেয়া বেগম ও হৃদয় হোসেন।
গুরুতর হোসেন আহমদের স্ত্রী ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে সে চট্রগ্রামের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। গত ১০দিন ধরে প্রচন্ড জ¦রে ভুগছেন। পরে বৃহস্পতিবার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করার পর ডেঙ্গু জ্বর সনাক্ত করে চিকিৎসক। তার-হাত-পা-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতক্ষত চিহৃ দেখা দেয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন জানান, গত কয়েকদিন ধরে জ¦রে আক্রান্ত বেশ কিছু রোগী ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শনিবার বিকেলে পর্যন্ত ৬জনের শরীরে ডেঙ্গু আক্রান্ত রোগী হিসেবে চিহিৃত করা হয়েছে। এর মধ্যে হোসেন আহমদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থায় গুরুতর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।