Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজাপুরে ডেঙ্গু জ্বরে স্কুল ছাত্রীর মৃত্যু

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ১২:৩৩ পিএম

ঝালকাঠি রাজাপুর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুসামনি (৯) নামে এক স্কুল ছাত্রী আজ (১০ আগস্ট শনিবার) সকাল ৭ টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা থেকে ঈদের ছুটিতে জ্বর নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে আসে। রুসা মনির মামা সাংবাদিক মেহেদি হাসান জসিম জানায় - ঢাকা থেকে আসার পর রুসার শরীরে জ্বর নিয়ে রাজাপুর আসে।, পরে গতকাল রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার(বর্তমানে ঝালকাঠি) ডাক্তার আবুল খায়ের মাহমুদ রাসেল বরিশাল রেফার করেন। রুসা মনি ঢাকার ধানমন্ডি রেসিডেন্সিয়াল স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্রী। শ্রেনী রোল নং ০২।

রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠি গ্রামের রুহুল আমিন হাওলাদারের একমাত্র কন্যা।রুসি প্রচন্ড জ্বর ও মাথা ব্যাথায় আক্রান্ত হয়ে ঢাকায় জ্বরে আক্রান্ত হয়।স্বাভাবিক দেখে তানা ঈদের ছুটি বাড়িতে রাজাপুর আসে। রাজাপুরে রক্ত পরীক্ষা-নিরীক্ষা পরে ডাক্তার দ্রুত বরিশাল রেফার করেন। সেখানে বরিশাল রাহাত হাসপাতালে পরে রাত ৮ টা ৫ মিনিটে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি পরে লাইফ সাপোর্টে নেয়া হয়, পরে চিকিৎসাধীন অবস্হায় আজ সকালে রুসা মারা যায়।

সাংবাদিক জসিম (মামা) বললেন বরিশাল হাসপাতালে ডেংগু রুগী এতো যে হাসপাতালে পা ফেলানোর যায়গা নেই।

রাজাপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার উদয় কুমার মিত্র বলেন- রাজাপুর হাসপাতালে গড়ে প্রতিদিন ৩-৪ জন ডেংগু রোগী ভর্তি হচ্ছে।তবে আগের তুলনায় কম। আমরা সার্বিকভাবে সেবা দিয়ে যাচ্ছি। হাসপাতালে সকল ডাক্তার বা স্টাফদের ছুটি বাতিল করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গুজ্বরে মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ