মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার তেল চুরি করে পাশ্ববর্তী দেশে পাচার করা থেকে বিরত থাকতে মার্কিন বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে চীন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, সিরিয়ার গণমাধ্যমের রিপোর্ট অনুসারে মার্কিন সামরিক বাহিনী আবারও সেদেশের তেল চুরি করেছে। এ ধরনের তৎপরতা বন্ধ হওয়া দরকার।
উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, উত্তর-পূর্ব সিরিয়ার হাসকাহ প্রদেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ৬০টি তেল ট্যাংকারের মাধ্যমে সিরিয়ার তেল চুরি করে উত্তর ইরাকে নিয়ে যায়।
এদিকে, সিরিয়ার সরকারি বিবৃতি অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে দেশটির গড় দৈনিক তেল উত্পাদন ছিল প্রায় ৮০ হাজার ৩০০ ব্যারেল, যার মধ্যে ৮০ শতাংশের বেশি ‘মার্কিন সামরিক বাহিনী এবং তার সমর্থিত সশস্ত্র বাহিনী’ লুণ্ঠণ করেছে। সূত্র: সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।