Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে এক করবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সা¤প্রতিক সপ্তাহগুলোতে তাইওয়ান দ্বীপের চারপাশে বড় সামরিক কৌশল মঞ্চস্থ করেছে চীন। এরপর বেইজিং বলেছে, তারা স্ব-শাসিত দ্বীপটির সাথে শান্তিপূর্ণভাবে পুনর্মিলন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। প্রতিবেদনে বলা হয়, চীন তাইওয়ানকে তার ভুখন্ড বলে দাবি করে। কিন্তু দ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ও ২ কোটি ৩০ লাখ জনগণ এই দাবি প্রত্যাখ্যান করেন। বেইজিং সা¤প্রতিক বছরগুলোতে তাইওয়ানের প্রতি ক্রমবর্ধমানভাবে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইপেই সফরের পরে দ্বীপের ওপর সমুদ্র ও বিমান মহড়া শুরু করেছে। চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র মা জিয়াওগুয়াং জানায়, চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানের পুনর্মিলন অর্জনের জন্য সর্বোত্তম প্রচেষ্টা করতে ইচ্ছুক কিন্তু এটি তার ভুখন্ড রক্ষা করার প্রতিশ্রæতিতেও অটল থাকবে। তিনি বলেন, মাতৃভ‚মিকে পুনঃএকত্রিত করতে হবে এবং অনিবার্যভাবে পুনরায় একত্রিত হবে। অপরএক খবরে বলা হয়, ধারাবাহিক প্রেস ব্রিফিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির তাইওয়ানবিষয়ক কার্যলয়ের প্রচার ব্যুরোর পরিচালক ও মুখপাত্র মা স্যিয়াও কুয়াং বলেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি সফল হবে না। তাদের প্রচেষ্টা শুধু তাদের নিজেদের ধ্বংস ডেকে আনবে। মা স্যিয়াও কুয়াং বলেন, চীন শান্তিপূর্ণভাবে একীকরণ এবং ‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’র মৌলিক নীতিতে অবিচল থাকবে। চীন সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে শান্তিপূর্ণ একত্রীকরণ বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখবে। তিনি বলেন, চীন দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখন্ডতা রক্ষা করবে। যদি তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি রেড লাইন অতিক্রম করে, তাহলে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। চীন অবশ্যই অখন্ড চীন হবে। আল-জাজিরা, সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ