গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কাপ্তানবাজার এরশাদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চারটি ইউনিটের চেষ্টায় আধঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, কাপ্তানবাজার এরশাদ মার্কেটের দ্বিতীয় তলা ভবনের নিচতলায় একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা সকাল ৬ টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেয়। দ্রুততম সময়ের মধ্যেই ৬ টা ১৬ মিনিটে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
এরপর সাড়ে ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।