Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে প্লাইউড কারখানায় আগুন, ‘কোটি টাকার ক্ষতি’

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ১০:১৩ এএম

নীলফামারীর সৈয়দপুরে একটি প্লাইউড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিসিক শিল্পনগরী এলাকায় আমিনুল প্লাইউড কারখানায় আগুন ধরে যায়। এতে কারখানার কয়েকটি মূল্যবান মেশিনত্রসহ প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওই কারখানার শ্রমিক-কর্মচারীরা কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এ সময় কারখানার ডায়ার মেশিনে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা মূহুর্তেই কারখানার ডায়ার মেশিন ছাড়াও প্যানেল বোর্ড, পিভিসি, পিভিসি সিট ও সেমাই কারখানার আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সৈয়দপুরে ফায়ার সার্ভিস ও উত্তরা ইপিজেডের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আগুনে ওই কারখানার ডায়ার মেশিনসহ উৎপাদিত প্লাইউড ও বিপুল পরিমাণ কাঁচমাল পুড়ে ছাঁই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে প্রতিষ্ঠানের প্রায় ১৫ জন শ্রমিক-কর্মচারী আহত হন।
সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘এখনও আগুনের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতি নির্ণয়ের কাজ চলছে।’
কারখানার সত্ত্বাধিকারী আমিনুল ইসলাস বলেন, ‘ধারণা করা হচ্ছে, মেশিনে তৈরি করা কাঁচামাল গরম ছিল। সেখান থেকেই আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ