গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় তিন জন আহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
আহতরা হলেন- ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম দুলাল (৪৫), ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একে আজাদ (৪৫) এবং গুলিস্তান ১ নম্বর ইউনিট যুবলীগের সদস্য রবিন (৩৫)।
হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি বলেন, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা জানিয়েছেন, সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে মতবিনিময় সভার এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। এতে তাদের দুই জনের মাথায় ও একজনের চোখে আঘাত পান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।