Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ফ্যানে ঝুলে গৃহবধুর আত্মহত্যা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:২১ এএম

রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম উত্তর পাড়া এলাকায় স্বামী আনোয়ার হোসেনের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে রিতা বেগম (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রবিবার রাতে যেকোনো সময় আত্মহত্যা করতে পারে বলে জানিয়েছেন ওই গৃহবধূর স্বামী আনোয়ার হোসেন। তিনি জানান, বিকেল ৫টায় তার মেয়ে প্রাইভেট পড়েতে যায়। এরপর রাত ৮টার দিকে বাসায় এসে দেখে মেইন গেটে তালা দেয়া। অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশি শরিফ মিয়ার সহযোগীতায় তালা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে। এসময় তার শয়ন কক্ষে সিলিং এর সাথে গলায় ওড়না পেঁচিয়ে রিতা বেগমের লাশ দেখতে পায়। পরে প্রতিবেশির সহযোগীতায় লাশটিকে নিচে নামানো হয়।

রিতার মেয়ে আয়েশা খাতুন (১৮) জানান, তার মা পূর্বে থেকেই জেদি টাইপের মহিলা ছিলেন। এছাড়া দুইদিন আগে বাবার সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একারণে দুইদিন থেকে কথা বার্তা বন্ধ ছিলো তাদের মধ্যে।
এ ব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়না তদন্ত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ