মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টানা ভারি বর্ষণে বন্যা কবলিত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। বৃহস্পতিবার পানিবন্দি শহরবাসীর জন্য জরুরি ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে প্রশাসন। খবর ব্যাংকক পোস্টের।
কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত পানির তোড়ে বাঁধ উপচে তৈরি হয়েছে জলাবদ্ধতা। শহরের বেশিরভাগ এলাকার সড়ক তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন কমপক্ষে ২০ হাজার বাসিন্দা। চলাচল ব্যাহত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের পানির উচ্চতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। একই সাথে নতুন কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে, শহরের পানি নিষ্কাশনে কাজ করছে কর্তৃপক্ষ। বর্ষাকাল শুরুর পর থেকে এখন পর্যন্ত বন্যা কবলিত হয়েছে দেশটির ২১টি প্রদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।