মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি বছরের প্রথমার্ধে প্রাকৃতিক রাবার রফতানিকারক দেশগুলোর তালিকায় আবারো শীর্ষ স্থানে উঠে এসেছে থাইল্যান্ড। দেশটির কৃষি মন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাবার অথরিটি অব থাইল্যান্ড জানায়, চলতি বছরের প্রথমার্ধে তারা ২১ লাখ ৯০ হাজার টন রাবার রফতানি করেছে। যার মূল্য ৭ কোটি ৫ লাখ বাথ। এবার তাদের মোট রাবার রফতানি ৪২ লাখ ৭০ হাজার টনে পৌঁছানোর প্রত্যাশা রয়েছে। সে হিসেবে গত বছরের তুলনায় রফতানি ৩ দশমিক ৪১ শতাংশ বাড়তে পারে। বছরের প্রথম ছয় মাসের রফতানির অর্ধেকই (৪৯ শতাংশ) সরবরাহ করা হয়েছে চীনে। দেশটি থাই রাবার ও রাবারজাত পণ্যের সবচেয়ে বড় বাজার।
জানুয়ারি-জুন পর্যন্ত চীন সব মিলিয়ে ১৪ লাখ ২০ হাজার টন প্রাকৃতিক ও সিনথেটিক রাবার থাইল্যান্ড থেকে আমদানি করেছে। গত বছরের তুলনায় দেশটি থেকে আমদানি ৫ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।
এদিকে বছরের প্রথমার্ধে ১০ শতাংশ রফতানি বৃদ্ধির মাধ্যমে তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে মালয়েশিয়া। তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র রফতানি ৭ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে। অন্যদিকে জাপানের রফতানি ৬ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার রফতানি ৪ শতাংশ বেড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।