Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে অটোরিকশা চাপায় মৃত্যু

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ২:২৭ পিএম

গফরগাঁও উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (৭৫) গুরুতর আহত হওয়ার পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান। পরে স্থানীয় লোকজন ঘাতক অটোরিকশাটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় গফরগাঁও-ভালুকা সড়কের ধোপাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট এলাকায় অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধ চার-পাঁচদিন ধরে ঘুরে বেড়াতেন। বয়সজনিত কারণে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। কেউ কিছু দিলে খেতেন না হলে এমনিই ঘুরে বেড়াতেন। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের বাচ্চু মেম্বারের বাড়ির সামনে দ্রæতগামী একটি অটোরিকশা বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রেরণ করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, খুবই দুঃখজনক ঘটনা। অন্ধকারের মধ্যে বৃদ্ধ রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মারা যান। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে। অটোচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খোঁজ-খবর নিয়ে নিহতের নাম-পরিচয় উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ