Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের কাছে জৈব সামরিক কার্যক্রমের ব্যাখা চাইল চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৩ পিএম

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত নিজের জৈব সামরিক কার্যক্রম ব্যাখ্যা করা।

তিনি জানান, রাশিয়ার দাবি অনুযায়ী, জৈব অস্ত্র নিষেধাজ্ঞা কনভেনশনে চুক্তি স্বাক্ষরিত দেশগুলো ৫ থেকে ৯ সেপ্টেম্বর জেনিভায় আলোচনাসভা আয়োজন করবে। এতে যুক্তরাষ্ট্রের এই চুক্তি মেনে চলার বিষয়ে আলোচনা করা হবে। ব্যাপক চুক্তি স্বাক্ষরিত দেশসমূহ এবারের অধিবেশনকে ভীষণ গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, অধিবেশনে রাশিয়া তথ্য প্রমাণ দেখাবে। এসব প্রমাণে দেখা যাবে- যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করেছে। এ অধিবেশনে যুক্তরাষ্ট্রকে এসব বিষয়ে জবাব দিতে হবে।

তিনি আরও জানান, অধিবেশনে চীনসহ অন্য চুক্তি স্বাক্ষরিত দেশও যুক্তরাষ্ট্রকে প্রশ্ন করবে। যুক্তরাষ্ট্রের উচিত এসব প্রশ্নের জবাব ও ব্যাখ্যা দেওয়া। সূত্র: সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ