গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : প্রাইম মুভার টেইলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। গতকাল (সোমবার) সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে ঐক্য পরিষদের বৈঠকে এক মাসের মধ্যে যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়। গতকাল সকাল আটটায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরুর পর বিকেলে মেয়রের সাথে বৈঠকে বসেন ঐক্য পরিষদের নেতারা। বৈঠকে মেয়র প্রাইম মুভার টেইলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দাবিগুলো পূরণের আশ্বাস দেয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. হুমায়ুন কবির। সাত দফা দাবির মধ্যে রয়েছে : সিটি করপোরেশনের কর ৫শ’ টাকা থেকে এক লাফে ১০ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্ত বাতিল, বন্দর এলাকায় প্রাইম মুভার টার্মিনাল নির্মাণ, প্রাইম মুভার টেইলার একই রেজিস্ট্রেশনের আওতায় আনতে বিআরটিএ আইন সংশোধন, ওভারলোড নিয়ন্ত্রণের নামে সারা দেশে স্কেলে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।