রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে আলোচিত নারীর অঙ্গহানী মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা: মো: শরিফুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বিএম এর উদ্যোগে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট সাময়িক স্থগিত করেছে বিএমএ। আগামী ৫ জুন শেরপুর জজকোর্টে গ্রেফতারকৃত ডা: শরিফের জামিনের শুনানি অনুষ্ঠিত হবে। তাই ৫ জুন পর্যন্ত জনদুর্ভোগের কথা বিবেচনা করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধে এ ধর্মঘট স্থগিত করা হয় বলে জেলা বিএমএ’র সভাপতি ডা: এম এ বারেক তোতা জানিয়েছেন। উল্লেখ্য, ডাঃ শরীফ অর্থের লোভে স্তনে ক্যান্সারের কথা বলে ২০১৫ সালের ১৫ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেরপুরের শ্রীবরদীর বাসিন্দা মাকসুদা আক্তার স্বপ্না’র কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে বাম স্তন কেটে ফেলে। পরে গৃবধূর স্বামী বাদী হয়ে ৩ জানুয়ারি শ্রীবরদী থানায় ডাঃ শরিফ ও ডাঃ কে.কে. কুন্ডকে আসামি করে মামলা দয়ের করেন। মামলা দায়েরের সাড়ে চার মাস পর শেরপুরের একটি ক্লিনিক থেকে ২০ মে ডাঃ শরীফকে পুলিশ গ্রেফতার করেন। এরপর থেকে তিনি শেরপুর জেলা কারাগারে আটক রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।