বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : ৫ দফা দাবিতে সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ কর্মরত মিটার রিডার ও ম্যাসেঞ্জারগণ তিনদিনের কর্মবিরতি শুরু করেছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। দুপুরে শিয়ালকোলে পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মবিরতি চলবে।
কর্মবিরতি চলাকালীন এক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার অস্থায়ী কর্মচারী দৈনিকভিত্তিক ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধের জন্য আইন করলেও বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি তা মানছে না। তাই অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরি নিয়মিতকরণসহ ৫ দফা দাবি মেনে নেয়ার আহŸান জানান বক্তারা। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
এ সময় মিটার রিডার সাদেকুল ইসলাম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নুরুল ইসলাম মোস্তাফা জামান ও নাসির উদ্দিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।