Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ঘটনা বুঝে গতি বাড়িয়ে চম্পট

স্কুলছাত্র আলী হোসেনের মৃত্যু : চালক গ্রেফতার ফার্মগেটে সড়ক অবরোধ করে ছাত্রদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর তেজগাঁও এলাকায় বিজি প্রেসের সামনে দুর্ঘটনায় স্কুলছাত্র আলী হোসেনের মৃত্যুর ঘটনায় মাইক্রোবাসের চালক জিয়াউল হক (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনা বুঝতে পেরে পুলিশের থামার সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যান মাইক্রোবাসের চালক জিয়াউল। রুট পরিবর্তন করে মাইক্রোবাস নিয়ে আশুলিয়ায় চলে যায়। সেখানে সে নিজের অবস্থান পরিবর্তন করতে থাকে। এক পর্যায়ে মোবাইল ফোন বন্ধ করে রাখে সে।

ডিএমপির তেজগাঁওয় ডিভিশনের ডিসি আজিমুল হক জানান, দুর্ঘটনার পর ৩৭টি সিটি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার পর মাইক্রোবাসটি শনাক্ত করে পুলিশ। এরপর চালকের অবস্থান শনাক্ত করে গতকাল সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে চালককে গ্রেপ্তার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়।

তিনি বলেন, দুর্ঘটনার পর ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা আহত ছাত্র আলী হোসেনকে প্রথমে শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এ শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত আলী হোসেনের বাবা মিরপুরে একটি রেস্টুরেন্টে কাজ করেন। দুই ভাই-বোনের মধ্যে আলী হোসেন বড়। পরিবারের সঙ্গে আলী হোসেন তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া হ্যাপি হোমস এলাকায় বসবাস করতেন। তেজগাঁও বিজ্ঞান স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র মো. আলী হোসেন।
ডিসি আজিমুল হক বলেন, গাড়ির মালিকের কর্মস্থল ঢাকায়। তিনি বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় অবস্থান করেন। এ সময় গাড়িটি সাভারে তার পারিবারিক প্রয়োজনে ব্যবহৃত হয়। চালক আশুলিয়ায় থাকেন। তিনি মালিককে পিক করতে রোববার এখানে আসেন।

এদিকে জব্দ করা মাইক্রোবাসটিতে জাতীয় রাজস্ব বোর্ড লেখা স্টিকার ছিল। এ বিষয়ে ডিসি আজিমুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেকেই সাংবাদিক বা পুলিশ না হয়েও সাংবাদিক বা পুলিশ লেখা স্টিকার গাড়িতে ব্যবহার করেন। আমরা তদন্ত করে দেখব মাইক্রোবাসের মালিক আসলে কে। কারণ গ্রেপ্তার চালক জিয়া একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছেন। চালকের ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। সেটা সঠিক কি-না তাও খতিয়ে দেখা হবে।

এদিকে সহপাঠী হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে গতকাল ফার্মগেটে সড়ক অবরোধ করেছে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ‘নিরাপদ সড়ক চাই’ ব্যানারে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাহিরে’ স্লোগান দিতে থাকে। এতে ফার্মগেটের পূর্ব পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট সায়েন্স স্কুল ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেটের আল-রাজী হাসপাতালের সামনে মিছিল নিয়ে জড়ো হয়। পরে দুপুর ১২টার দিকে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও কাজ হয়নি। পুলিশের পাশাপাশি তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরাও তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে বিজয় সরণি মোড়ে যায়। সেখানে গিয়ে ১০ মিনিট অবস্থানের পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফার্মগেটের আল-রাজী হাসপাতালের সামনে আসে। পরে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে যায়। এরপর বেলা দেড়টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।



 

Show all comments
  • Ismail Sagar ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৭ এএম says : 0
    একবার কি ভেবেছেন কেমন হবে সেই রাতটা যে রাত হবে আমাদের কবরের প্রথম রাত
    Total Reply(0) Reply
  • Sumaiya Islam Riya ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৭ এএম says : 0
    আল্লাহ যেনো ভাইটাকে জান্নাত নসিব করেন আমিন
    Total Reply(0) Reply
  • Md. Abdur Rakib Sorkar ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৮ এএম says : 0
    ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আমার ছেলের বয়সি। হে আল্লাহ পাক আপনি এই বাবা টাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিয়েন। আমীন
    Total Reply(0) Reply
  • Md Bablu ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৮ এএম says : 0
    চালকের দোষ নেই লাইসেন্স করতে গেলে 200 টাকার বিনিময়ে ইণ্টারবিউ নেয়না যেদেশে ঘুষ চলে সেই দেশে মানুষ মরবেনা কি হবে
    Total Reply(0) Reply
  • Nahid Rayhan ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৬ এএম says : 0
    সাধারোন মানুষ হুট হাট রাস্তা পারাপার করার কারোনে এক্রসিডেন্ট হয়। কিছু মানুষ আছে রানিং গারি থামিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে।
    Total Reply(0) Reply
  • Md Arif Hossain ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৮ এএম says : 0
    আল্লাহ'পাক তাকে মাফ করুক এবং জান্নাত বাসি করুক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ