Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পিএসএল মাতাচ্ছেন তামীম

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কী দুর্দান্তই না খেলছেন তামীম ইকবাল। টুর্নামেন্টে গতকাল পর্যন্তও ‘সুপারস্টার’ বাংলাদেশের এই ‘সুপার হিটার’ই। ৫ ম্যাচে খেলে পাকিস্তানের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ২৩৭ রান করে সবার ওপরে অবস্থান করছেন বাংলাদেশের এই তারকা। প্রথম ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে ৫১ রান করে ম্যান অব দ্য ম্যাচ, পরের তিনটি ম্যাচে করেছেন ৫৫*, ১৩ ও ৩৭। আর গতকাল ৫৮ বলে ৮০*! ৬টি চার আর ৩টি ছয়ে সাজানো ৫৮ বলের তাঁর এই ইনিংসের ওপর ভর করেই তামীমের দল পেশোয়ার জালমি ৭ উইকেটে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেডকে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫২ রান করে ইসলামাবাদ। দলকে লক্ষ্যে পৌঁছে দিতে ৮০ রানে অপরাজিত থাকেন তামীম। বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যানের ৫৮ বলের ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। এই ইনিংস খেলার পথে রবি বোপারাকে (২১০) ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তামীম (২৩৭)। ইসলামাবাদকে দেড়শ’ রানের সংগ্রহ এনে দেয়ায় সবচেয়ে বড় অবদান খালিদ লতিফের। ৪১ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসটি সাজানো একটি চার ও চারটি ছক্কায়। এছাড়া অধিনায়ক মিসবাহ-উল-হক ৩২ ও শারজিল খান ২৮ রান করেন। পেশোয়ারের ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আসগর দুটি করে উইকেট নেন। জবাবে ৯ বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পেশোয়ার। মোহাম্মদ হাফিজের সঙ্গে তামিমের ৩৬ রানের উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে দেয় পেশাওয়ারকে। ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে ভুল করেননি তামীম। শুরুতে দেখেশুনে খেলা এই বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান সময় গড়ানোর সঙ্গে রানের গতি বাড়ানোর দিকে মনোযোগ দেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে তামিমের সঙ্গে ৬০ রানের জুটি গড়া শহিদ ইউসুফ খেলেন ২৭ রানের ভালো একটি ইনিংস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিএসএল মাতাচ্ছেন তামীম

১৪ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ