Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অবশেষে দন্ডিত তামীম

১ লাখ টাকা জরিমানা ষ এক ম্যাচ সাসপেন্ড

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত ১২ জুন বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের টপ-অর্ডার রকিবুলের বিরুদ্ধে স্ট্যাম্পিংয়ের আবেদন করে প্রত্যাখ্যাত হওয়ায় আম্পায়ার গাজী সোহেলেল দিকে তেড়ে গেছেন তামীম ইকবাল। সেই ঘটনাকে কেন্দ্র করেই ম্যাচ অফিসিয়ালদের অপরাগতায় ম্যাচ হয়েছে স্থগিত। ভিডিও ফুটেজ এবং ছবিতে তামীমের ওই ঔদ্ধত্ত্য আচরণ স্পষ্ট হওয়ায় শেষ পর্যন্ত সাজা পেতে হলো আবাহনী অধিনায়ককে। চার সদেস্যর তদন্ত কমিটির শুনানিতে তামীম তার উপর আনীত অভিযোগের সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করায় ১ ম্যাচের বহিষ্কারাদেশ এবং ১ লাখ টাকা অর্থদ- পেয়েছেন। তবে তামীমের এই এক ম্যাচের বহিষ্কারাদেশ বিসিবির পরবর্তী টুর্নামেন্টে কার্যকর হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। গতকাল এই শাস্তির সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। ওই ম্যাচে প্রাইম দোলেশ্বরের ক্রিকেটার নাসির হোসেনের আচরণে অসন্তুষ্ট তদন্ত কমিটি তাকে ২০ হাজার টাকা অর্থদ- দেয়ার সুপারিশ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবশেষে দন্ডিত তামীম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ