Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার কানাডায়ও চার্লসকে রাজা ঘোষণা করা হলো

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৫ পিএম

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর যুক্তরাজ্যের সিংহাসনে আসীন হয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র চার্লস ফিলিপ আর্থার জর্জ। শনিবার কানাডার রাজধানী অটোয়ায় গভর্নর জেনারেলের সরকারি বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন রাজা হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
গভর্নর জেনারেল মূলত কানাডায় রাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর নতুন আদেশে স্বাক্ষর করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং গভর্নর জেনারেল মেরি সাইমন।
২১ বার তোপধ্বনির মাধ্যমে প্রয়াত রানিকে শ্রদ্ধা, নতুন রাজার প্রতি আনুগত্য প্রকাশ এবং তার দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
যুক্তরাজ্যের রাজা বা রানি কানাডাসহ ১৪টি দেশের অলঙ্কারিক রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচিত হন। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ৭৩ বছরের নতুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাজ্য ছাড়াও বাকি দেশগুলোর রাজার আসনে আসীন হন।
কমনওয়েলথের সদস্য কানাডায় এরইমধ্যে রানির জন্য ১০ দিনের শোক ঘোষণা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ