গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর যাত্রাবাড়ির কলাপট্টির একটি রেস্টুরেন্টে আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, ভোর ৬টা ৭ মিনিটে যাত্রাবাড়ির কলাপট্টিতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার ভোর ৬টা ৭ মিনিটে যাত্রাবাড়ির কলাপট্টির একটি রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে পরে জানানো যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ আগুনের ধোঁয়ায় যাত্রাবাড়ির পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এতে আশেপাশে অবস্থান করা কষ্টকর হয়ে পড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।