Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালাক্লিয়া-ইজিয়ামে যুদ্ধে ২ হাজারেরও বেশি ইউক্রেনীয় জঙ্গিকে নির্মূল করেছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৬ এএম

রাশিয়ার সশস্ত্র বাহিনী গত তিন দিনে বালাক্লিয়া এবং ইজিয়ামের কাছে ২ হাজারেরও বেশি ইউক্রেনীয় যোদ্ধাকে নির্মূল করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ গতকাল শনিবার সাংবাদিকদের একথা বলেছেন।
তিনি বলেন, ‘গত তিন দিনে ২ হাজারেরও বেশি ইউক্রেনীয় এবং বিদেশি জঙ্গির পাশাপাশি ১০০টিরও বেশি সাঁজোয়া হার্ডওয়্যার এবং আর্টিলারি নির্মূল করা হয়েছে’।
শুক্রবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে, রাশিয়ান সৈন্যদের খারকভের দিকে পুনরায় মোতায়েন করা হয়েছে। ফুটেজে বিটিআর-৮২এ সাঁজোয়া কর্মীবাহক এবং ডি-২০ টাওয়া বন্দুক-হাউইজার সমন্বিত একটি সামরিক কনভয় দেখানো হয়েছে। জেড এবং ভি চিহ্নের পাশাপাশি একটি নতুন প্রতীক - একটি ত্রিভুজে খোদাই করা একটি বৃত্ত - সামরিক যানবাহনে আঁকা ভিডিওতে দেখা যায়। সূত্র : তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ