Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকবর আলি খানের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকের ছায়া

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৪ পিএম

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক সচিব, অর্থনীতিবিদ ও লেখক ড. আকবর আলি খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশিষ্ট এই অর্থনীতিবিদের নানা অবদান স্মরণ করে শোক বার্তা দিয়েছেন নেটিজেনরা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার পর রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন ৮৮ বছর বয়সী বিশিষ্ট এই অর্থনীতিবিদ। এরআগে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

দেশের বিশিষ্টজনেরা ড. আকবর আলি খানকে নিয়ে স্মৃতিচারণ করে পোস্ট দিয়েছেন। শোকবার্তায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর সম্পাদক বদিউল আলম মজুমদার লিখেছেন, ‘‘বহুমুখী প্রতিভার অধিকারী ড. আকবর আলি খানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।ড. আকবর আলি খানের মৃত্যুতে এ দেশের মানুষ তাদের পক্ষে এবং স্বার্থে লড়াই করা এক সাহসী কণ্ঠস্বরকে হারালো। পাশাপাশি গোটা জাতির জন্যে এক অভাবনীয় শূন্যতা তৈরি করে দিলো তাঁর এই প্রস্থান। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠায় জীবনের শেষদিন পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন। অভিভাবকতূল্য এই মানুষটিকে আমরা সবসময় পাশে পেয়েছি সহযাত্রী হিসেবে। তিনি তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও লেখনী শক্তির মাধ্যমে আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে সচেতন করা থেকে শুরু করে তাদের জন্য চিন্তার খোরাক সৃষ্টিসহ বিবেক জাগ্রত করার চেষ্টায় আজীবন নিয়োজিত ছিলেন।...জাতির আলোকবর্তিকা হয়ে জন্মানো ড. আকবর আলি খানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’’

পরিতোষ চক্রবর্তী নামে একজন লিখেছেন, ‘‘জাতীর সংকট মূহুর্তে আমরা একজন জ্ঞানী বিচক্ষণ নীতিবান ও সাহসী যোদ্ধাকে হারালাম। এটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি ও মংগল কামনা করছি এবং তিনি যেন পরলোকে স্বর্গবাসী হন এ প্রার্থনা ঈশ্বরের কাছে করছি।’’

শোক জানিয়ে সিনিয়র সাংবাদিক মোহাম্মাদ আবদুল ওয়াদুদ লিখেছেন, ‘‘বিদায় আকবর আলি খান, আমরা শোকাহত বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব, আমার জেঠা শশুর, বিশিষ্ট অর্থনীতিবিদ ড۔ আকবর আলী খান এর মৃত্যুতে আমরা গভীর শোকাহত| আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ও শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি | মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন - আমীন|’’

উত্তম উল্লাস কর লিখেছেন, ‘‘স্পষ্টভাষী বিচক্ষণ মেধাবী মানুষজন সৎ নীতিবান হয় আমার আস্তা, বিশ্বাস তিনি একজন সৎমানুষ ছিলেন। ভাল একজন মানুষকে হারালো দেশ জাতি।ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি।

শামিম রেজা লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আল্লাহ উনাকেজান্নাতুল ফেরদৌস দান করুন, উনি একজন ভালো ছিলেন উনি।
ন্যায় নিষ্টবান একজন মহান ব্যক্তিত্বের চিরবিদায়।জাতি আপনাকে মনে রাখবে।দেশে উচিত কথা বলার মতো খুব বেশী বুদ্ধিজীবি নাই। হাতে গোনা কয়েকজনের মধ্যে উনি ছিলেন এমন একজন যিনি দলবাজীর উর্ধে উঠে মানুষের পক্ষে কথা বলতেন। এছাড়া ছিলেন অত্যন্ত মেধাবী .....তাঁর মৃত্যুতে জাতি হারালো একজন প্রকৃত দেশ প্রেমিক, এ ক্ষতি অপূরণীয়।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোকের ছায়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ