প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরকে হারিয়ে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকে তারা নানাভাবে শোক প্রকাশ করেছেন। কুমার বিশ্বজিৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফকির আলমগীরের একটি ছবি শেয়ার করে লিখেছেন, বিনম্র শ্রদ্ধা ফকির আলমগীর ভাই। গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত শোক প্রকাশ করে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, চলে গেলেন গণমানুষের শিল্পী ফকির আলমগীর। মানবিক গুণাবলিতে মহান এই শিল্পীর অকস্মাৎ মৃত্যু সংবাদে স্বজন হারানোর কষ্ট অনুভব করছি। সম্প্রতি তার অসুস্থতার খবরে বেশ শঙ্কিত হয়ে পড়েছিলাম। নিয়মিত খোঁজ-খবরও রাখছিলাম। দুদিন আগেও ভাবীর সঙ্গে কথা হয়েছিল, বলেছিলেন-এখন কিছুটা স্ট্যাবল, দোয়া করেন। কিছুটা আশার আলো দেখেছিলাম, কিন্তু না, প্রাণঘাতী করোনার কাছে পরাজিত হয়ে অবশেষে শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে চিরবিদায় নিলেন স্বাধীন বাংলা বেতারের এই শব্দসৈনিক-বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। সঙ্গীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা লেখেন, চলে গেলেন আমাদের ফকির আলমগীর! তপন চৌধুরী শোক প্রকাশ করে লেখেন, না ফেরার দেশে চলে গেলেন গণমানুষের শিল্পী ফকির আলমগীর ভাই (লাল ভাই)। ওপারে ভালো থাকবেন। অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ফকির ভাই ভালো থাকবেন। আপনি ছবি তুলতে খুব পছন্দ করতেন, শেষ ছবিটা তোলা হলো না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।