বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : সড়ক দুর্ঘটনায় ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামের একই পরিবারের ৬ জন নিহতের ঘটনায় নিহতদের বাড়িসহ এলাকায় ঈদ আনন্দের পরিবর্তে শোক বইছে। জানা যায়, ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরির চাকরি থেকে ঈদের ছুটিতে মঙ্গলবার মোকামিয়া গ্রামের আত্মীয়সহ একই পরিবারের ৯ জন একটি পিকআপ ভাড়া করে বাড়ি ফিরছিল। ময়মনসিংহের সদর উপজেলার বেলতলি পৌঁছলে পিছন থেকে অপর একটি গাড়ির ধাক্কার পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে মোকামিয়া গ্রামের খোকন মিয়া (৫০), স্ত্রী শামছুন্নাহার (৩০), ভাগিনা মোবারক হোসেন (২৮), স্ত্রী মিনারা খাতুন (২৫), আজিজুল হক (১৫), ভাগ্নি জামাই সাগর মিয়া (৩৫) মারা যান। এছাড়াও তাদের আরও ৩ জন গুরুতর আহত হন। মঙ্গলবার রাতে নিহতদের লাশ বাড়ি পৌঁছলে বাড়ির লোকজনের আহাজারিতে গ্রামের বাতাস ভারি হয়ে উঠে। এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুরো এলাকার ঈদ আনন্দ পরিনত হয় শোকে। এলাকার রইস উদ্দিন জানান, নিহতরা সকলেই এলাকার অসহায় দরিদ্র পরিবারের সদস্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।