Inqilab Logo

শনিবার , ৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৩ যিলক্বদ ১৪৪৪ হিজরী

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম


১. কাটপুতলি
২. ধাবাক
৩. হোলি কাউ
৪. দোবারা
৫. কার্তিকেয় ২

কাটপুতলি
রঞ্জিত এম. তেওয়ারি পরিচালিত ক্রাইম থ্রিলার। অর্জন সেঠি (অক্ষয় কুমার) হিমাচল প্রদেশের এক ৩৬ বছর বয়সী যুবক। ফিল্ম পরিচালনা তার জীবনের লক্ষ্য, তবে এ পর্যন্ত কোনও নির্মাতা পায়নি। সে এক সিরিয়াল কিলারকে নিয়ে গবেষণা করছে, যাকে নিয়ে সে তার প্রথম ফিল্ম নির্মাণ করবে বলে আশা রাখে। তার চিত্রনাট্য দেখে খুব আগ্রহী হতে পারে না প্রযোজক। রাখি উৎসবে সে তার বোনের সীমার (হৃষিতা ভাট) কাসুয়ালির বাড়ে যায়। বোনের স্বামী নরিন্দর সিং (চন্দ্রচূড় সিং) এবং তাদের একমাত্র মেয়ে পায়েল ( রেনায়ে তেজানি)। নরিন্দর অর্জনকে ফিল্মের ভূত ছাড়িয়ে পুলিশের কাজে সহায়তার পরামর্শ দেয়।
এদিকে কাসুয়ালিতে একের পর এক কিশোরী খুন হচ্ছিল। পুলিশ কোনোভাবেই এই সিরিয়াল কিলিং রহস্যের তল করতে পারছিল না। অর্জনের আবার এই বিষয়ে ভাল জ্ঞান রয়েছে। তার ফিল্মের জন্য সে সিরিয়াল কিলারদের নিয়ে গভীর গবেষণা করেছে। নরিন্দরের পরামর্শে সে পুলিশকে সহায়তা করতে শুরু করে। সর্বশেষ আগের খুনগুলোর তথ্য পর্যবেক্ষণ করে একটি ছক আবিষ্কার করে নরিন্দর। পুলিশের সহায়তায় পুরুষোত্তম তোমার নামে স্কুলের এক শিক্ষককে গ্রেফতার করে পুলিশ, যার বিরুদ্ধে ছাত্রীদের হয়রানির অভিযোগ ছিল। কিন্তু আসলেই কি সে সেই ভয়ানক সিরিয়াল কিলার?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড শীর্ষ পাঁচ

২১ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২
২২ জুলাই, ২০২২
৮ জুলাই, ২০২২
১ জুলাই, ২০২২
২৪ জুন, ২০২২
১০ জুন, ২০২২
৩০ এপ্রিল, ২০২২
২২ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ