প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. হিট : দ্য ফার্স্ট কেইস
২. জুদা হোকে ভি
৩. সাবাশ মিঠু
৪. লাড়কি : ড্রাগন গার্ল
৫. খুদা হাফিজ : চ্যাপ্টার টু অগ্নি পরীক্ষা
হিট : দ্য ফার্স্ট কেইস
শৈলেস কোলানু পরিচালিত তারই নির্মিত একই নামের তেলুগু মিস্ট্রি-থ্রিলার ফিল্মের (২০২০) হিন্দি রিমেক।
ইনস্পেক্টর বিক্রম (রাজকুমার রাও) পুলিশের হিট (হোমিসাইড ইনভেস্টিগেশন টিম) দলের এক সদস্য। তার স্ত্রী নেহাও (সানিয়া মালহোত্রা) পুলিশের ফরেনসিক বিভাগের কর্মী। তার চোখের সামনে এক প্রিয় মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবার কারণে বিক্রম পিটিএসডিতে (পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার) ভুগছে। পুলিশের মনস্তাত্ত্বিক বিক্রমকে চাকরি ছেড়ে দেবার পরামর্শ দেয়, নেহাও তাই। কিন্তু বিক্রমের বিশ্বাস কাজের ব্যস্ততাই তাকে দুঃসহ স্মৃতি থেকে দূরে রেখেছে তাকে। এর মধ্যে নেহার সঙ্গে ঝগড়া করে বিক্রম তিন মাসের ছুটি নিয়ে এক পাহাড়ি অবকাশ কেন্দ্রে চলে যায়। দুই মাস পর সে জানতে পারে নেহা গুম হয়ে গেছে। জানতে পরেই সে কর্মক্ষেত্রে ফিরে আসে এবং নেহাকে খুঁজে বের করার কেসটি তাকে দেবার জন্য অনুরোধ করে। কিন্তু কেসটি বিক্রমের প্রতিদ্বন্দ্বী অক্ষয়কে (যতিন গোস্বামী) দেয়া হয়। বিক্রম নিজে নিজে তদন্ত করে জানতে পারে প্রীতি মাথুর (রোজ খান) নামে এক কিশোরী গুম হওয়া নিয়ে কাজ করছিল নেহা। বিক্রমের বিশ্বাস এই কেসের সঙ্গে নেহার গুম হবার বিষয়টি সম্পৃক্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।