প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. মেরে দেশ কি ধরতি। ২. হিরোপান্তি ২। ৩. রানওয়ে ৩৪। ৪. জার্সি। ৫. অপারেশন রোমিও
মেরে দেশ কি ধরতি
ফারাজ হায়দার পরিচালিত ড্রামা ফিল্ম। অজয় ও সামির নামের দুই দুর্ভাগ্যগ্রস্ত ঘনিষ্ঠ বন্ধুর গল্প যারা ভাগ্যের বিড়ম্বনায় শেষ পর্যন্ত আত্মহননের সিদ্ধান্ত নেয়। এটি ভারতে ঋণগ্রস্ত কৃষকদের আত্মহত্যার প্রবণতার প্রতীকী রূপ। দুই প্রকৌশলী বন্ধু অজয় (দিব্যেন্দু শর্মা) এবং সামির (অনন্ত বিধাত)। অজয় তার স্টার্ট-আপ নিয়ে স্বপ্ন দেখত কিন্তু সে শেষ পর্যন্ত ব্যর্থ ও ঋণে পড়ে যায়। চাকরিজীবী প্রমোশনের আশায় আছে। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেয়। পদোন্নতি পেলেই বিয়ে করবে এমন সিদ্ধান্ত তার। অজয় ব্যর্থ হয় চাকরিটিও হারায়, বাবা তাকে ঘর থেকে বের করে দেয়। সমির হতাশায় চাকরি ছেড়ে দেয়। দুই চরম হতাশাগ্রস্ত বন্ধু নিজেদের অর্থহীন জীবন শেষ করে দেবে বলে ঠিক করে। তবে শহরে নয়, সালামতপুর নামে এক গ্রামে তারা এই কাজটি করবে যাতে কেউ জানতে না পারে। কিন্তু সেখানে তাদের জন্য কী অপেক্ষা করছে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।