Inqilab Logo

শনিবার , ৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৩ যিলক্বদ ১৪৪৪ হিজরী

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ১২:০৩ এএম

১. জয়েশভাই জোরদার

২. মেরে দেশ কি ধরতি
৩. হিরোপান্তি ২
৪. দ্য কনভার্সন
৫. রানওয়ে ৩৪

জয়েশভাই জোরদার
দিব্যাঙ্গ থাক্কার পরিচালিত কমেডি ফিল্ম। জয়েশভাই (রণবীর সিং) একজন অন্য ধরণের হিরো। গুজরাটের প্রবীণগড় গ্রামে সে তার পরিবারকে নিয়ে থাকে। পরিবারে আছে- স্ত্রী মুদ্রা (শালিনী পাণ্ডে), মেয়ে সিদ্ধি (জিয়া বৈদ্য), বাবা গ্রামের মোড়ল (বোমান ইরানি) মা যশোদা (রত্না পাঠক)। কন্যার বাবা হবারে পর মায়ের দাবি একজন নাতির। মুদ্রা সন্তানসম্ভবা হবার পর নিশ্চিত হয় তাদের কন্যা হবে। চাপে পড়ে তাকে গর্ভপাত করতে হয়। এরপর আবার সন্তানসম্ভবা হয়, এবং জানা যায় কন্যা সন্তানের মা হবে, আবার গর্ভপাত করান হয়। বারংবার গর্ভপাত করানর কারণে তার আর মা হওয়া কঠিন জানায় চিকিৎসক। জয়েশের বাবামা তাকে আবার বিয়ে করার জন্য চাপ দেয়। এরপর মুদ্রা আবার সন্তানসম্ভবা হয়, এবারও গর্ভস্থ ভ্রূণ কন্যার। জয়েশ ইন্টারনেট থেকে আমার নামে এক গ্রাম প্রধান অমরের (পুনিত ইসসার) ভিডিও দেখে যাতে সে বলে, তাদের এলাকায় কন্যাভ্রূণ হত্যার কারণে কোনও মেয়ে অবশিষ্ট না থাকয় তাকে এবং অনেক পুরুষকে চিরকুমার থাকতে হয়েছে। জয়েশ মুদ্রাকে খুব ভালবাসে বলে সিদ্ধি আর স্ত্রীকে নিয়ে হরিয়ানার সেই গ্রামে চলে যাবার সিদ্ধান্ত নেয় যেখানে কন্যা সন্তানের মা হবে এমন নারীদের সুরক্ষা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড শীর্ষ পাঁচ

২১ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২
২২ জুলাই, ২০২২
৮ জুলাই, ২০২২
১ জুলাই, ২০২২
২৪ জুন, ২০২২
১০ জুন, ২০২২
৩০ এপ্রিল, ২০২২
২২ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ